বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ডোনাল্ড-মেলানিয়া ট্রাম্পের

0
155

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি এখন খনিকের অতিথি। এহেন পরিস্থিতির মধ্যে আবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ডোনাল্ড-মেলানিয়া ট্রাম্পের। হোয়াইট হাউসের এক প্রাক্তন আধিকারিক এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

তিনি জানিয়েছেন, কার্যত দিন গুনছেন বিদায়ী ফার্স্ট লেডি। হোয়াইট হাউস থেকে বেরলেই বিচ্ছেদ হবে তাঁদের। কিন্তু কেন অপেক্ষা করছেন মেলানিয়া? এখনই কেন এই সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন না? হোয়াইট হাউসের ‘পাবলিক লিঁয়াজ’ দপ্তরের প্রাক্তন আধিকারিক নিউম্যানের দাবি, প্রেসিডেন্ট থাকাকালীন বিচ্ছেদ হলে ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্বামী ক্ষতি করবেন বলে আশঙ্কা করছেন মেলানিয়া।

আরও পড়ুনঃ ভাগ্নির শপথ অনুষ্ঠানে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন মামা

তাই আপাতত অপেক্ষায় রয়েছেন তিনি। আরও জানা গিয়েছে, সন্তান ব্যারনের সমান অধিকার থাকা নিয়ে স্বামীর সঙ্গে দীর্ঘ দর কষাকষি হয়েছে মেলেনিয়ার। প্রাক্তন স্ত্রী মার্লা মেপলসের সঙ্গে একটি চুক্তি রয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সেই চুক্তি অনুযায়ী, দ্বিতীয় স্ত্রী মার্লা প্রাক্তন স্বামীর সমালোচনা করে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না বা বইও লিখতে পারবেন না। মেলানিয়াও এরকমই শর্তাধীন চুক্তিপত্রে সবাক্ষর করতে রাজি হয়েছেন বলেও দাবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here