নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাস্তার পাশ থেকে এক এনভিএফ কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাসন্তী বাজার এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল নাগাদ কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হল এক এনভিএফ কর্মীর মৃতদেহ। মৃত পুলিশকর্মীর নাম গৌতম পাত্র(৩৫)।
তার বাড়ি মারিশদা থানার শঙ্করপুর গ্রামে। গৌতম কাঁথি থানার এনভিএফ পুলিশ কর্মী হিসাবে কর্মরত ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সাত সকালে স্থানীয় এক সাইক্লোন ক্লাবের সামনের উঠানে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
এরপর তারা কাঁথি থানায় খবর দিলে পুলিশ এসে দেখেন ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপরেই তাঁরা দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাটি খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য জনক ঘটনা রয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলেই পরিস্কার হবে বলে পুলিশ সূত্রের দাবি করা হয়েছে।
যদিও গৌতমের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তাকে খুন করা হয়েছে,অন্যদিকে গৌতম পাত্রের বন্ধু সূর্যকান্ত মেইকাপ এর অভিযোগ গৌতম এর স্ত্রীর পরকীয়ার জেরেই এই ঘটনা।
এছাড়াও গৌতমের শ্বশুরবাড়ির লোকেরা গৌতমের প্রতি শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ।অন্যদিকে পুলিশ মৃত গৌতমের পরিবার ও আত্মীয়দের জিজ্ঞসাবাদ শুরু করেছে।তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584