তৃণমূল চুপ থাকলেও নাগরিকত্ব বিলের সমর্থনে রাজ্যসভার ১২২ সদস্য

0
319

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গতকাল কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল যে এক হপ্তার মধ্যেই নাগরিকত্ব সংশোধণী বিল পাশ হবে। অতীতে নাগরিকত্ব সংশোধনী বিলে কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফে অনুমোদন পাওয়া নিয়ে লোকসভায় শাসক-বিরোধী তরজা বজায় থাকলেও, বুধবার শীতকালীন অধিবেশন চলাকালীন নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে অবস্থান বদল করল একাধিক বিরোধী দল।

member of Rajya Sabha support to citizenship bill | newsfront.co
প্রতীকী চিত্র

রাজনৈতিক দল সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যসভার ১২২ সদস্য এই বিলকে সমর্থন করেছেন। তবে এই সমর্থন আরও বাড়বে বলেই তাঁদের আশা। রাজ্যসভায় উচ্চকক্ষে এই মুহুর্তে রয়েছেন ২৩৮ জন। যদিও এর আগে সংখ্যা গরিষ্ঠতা না থাকায় রাজ্যসভায় বিলটি পাশ করাতে পারেনি বিজেপি।

একদা নাগরিকত্ব বিল পাশ নিয়ে সংসদ থেকে বেরিয়ে আসা জনতা দলও (জেডি) এ দিন সমর্থন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলকে। তাৎপর্যপূর্ণভাবে, এ বছরের গোড়ার দিকে উত্তর-পূর্ব ভারতে নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভকারীদের এই বিলের বিপরীতে ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু রাজ্যসভায় তাঁদের সিএবি কে সমর্থন নিয়ে শুরু হয়েছে নয়া রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মহিলা

বুধবার জেডি(ইউ)-এর বর্ষীয়ান নেতা বলেন যে উত্তর-পূর্বের কিছু সমমনস্ক দলের সঙ্গে আলোচনার পরই দলের অবস্থানে বদল হয়েছে এবং এই বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, নাগরিকত্ব বিল নিয়ে একেবারেই চুপ তৃণমূল। বাংলায় এনআরসি করার তীব্র বিরোধীতা করে বিধানসভা উপনির্বাচনে বাংলার মানুষের আপামর সমর্থন পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সংসদে সৌগত রায় এবং ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে এই বিলের বিরোধিতাও করে আপত্তিও জানান তাঁরা।

আরও পড়ুনঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মালঙ্গীতে

তবে বুধবার সংসদে বিষয়টি নিয়ে নীরব ছিল টিএমসি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, নতুন বিল আসলে ফের আপত্তির ঝড় তুলতে পারে মমতার দল।

তবে বিজেপির সঙ্গ দিয়েছে শিরোমনি অকালি দল এবং এলজেপি। আপ, এআইএডিএমকে এবং টিআরএস, যারা গত অধিবেশনেও এই গুরুত্বপূর্ণ বিলে সরকারকে সমর্থন করেছিল, নাগরিকত্ব বিল তৈরির ক্ষেত্রে এখনও তাঁদের অবস্থান ঘোষণা করেনি। অন্যদিকে, মহারাষ্ট্রের সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির সঙ্গত্যাগ করলেও নাগরিকত্ব বিল নিয়ে মোদি সরকারকেই সমর্থন জানাচ্ছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন শিবসেনার বিনায়ক রাউত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here