ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ রাজ্যসভায় শপথ গ্রহণ করেন বেলা ১১টার দিকে । তিনি শপথ গ্রহণ শুরু করার সঙ্গে সঙ্গেই বিরোধীরা প্রতিবাদ স্বরূপ ওয়াকআউট করেন।
Members of opposition parties walk out from the House as Former Chief Justice of India Ranjan Gogoi takes oath as Rajya Sabha MP. https://t.co/HrtZ1vMrcP pic.twitter.com/UgITFNxREP
— ANI (@ANI) March 19, 2020
উল্লেখ্য, সোমবার এক নির্দেশিকা জারির মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মনোনীত প্রার্থী হিসাবে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তারপরেই বিরোধী সহ তাঁর সতীর্থরাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। বিচার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে বিকিয়ে গেছে বলে ওঠে অভিযোগ। রাম মন্দির সহ বহু বিতর্কিত এনআরসি মামলা ও রাফাল মামলায় একটি বিশেষ দলের ফায়দা করে দেওয়ার রিটার্ন গিফ্ট হিসাবে তিনি রাজ্য সভার সদস্য পদ পেয়েছেন বলে কটাক্ষ শুরু হয়। উত্তাল হয় সোশ্যাল মিডিয়া! তাঁর সতীর্থ বিচারপতিগণও একে একে মুখ খোলায় বিতর্কে অগ্নিসংযোগ হয়। প্রথমে মদন লকুর , তারপর কুরিয়ান জোসেফ।
প্রথমে জাস্টিস মদন লকুর মন্তব্য করেন জল্পনা ছিল যে গগৈকে কোনো না কোনো সম্মান জানানো হবে। রাজ্যসভায় মনোনয়ন আশ্চর্যের ব্যাপার নয় । আশ্চর্যের ব্যাপার হল এটা যে ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল। এই সিদ্ধান্তের ফলে বিচার ব্যবস্থার স্বাধীনতা-নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে মন্তব্য করেন- এটা কি বিচার ব্যবস্থার পতন নয়?
তারপরই, আরেক সতীর্থ প্রাক্তন বিচারপতি জাস্টিস কুরিয়ান জোসেফ আরো এক ধাপ এগিয়ে মন্তব্য করেন, “রাজ্যসভার সদস্য পদ গ্রহণ করার মাধ্যমে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচার ব্যবস্থা সম্বন্ধে সাধারণ মানুষের বিশ্বাস নড়িয়ে দিয়েছেন।” তিনি ‘বিস্মিত’ হয়ে আরও মন্তব্য করেন “বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতার সঙ্গে আপস করেছেন” গগৈ।
গতকাল রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন শিক্ষাবিদ মধু পূর্ণিমা কিসওয়ার। আবেদনে প্রাক্তন প্রধান বিচারপতির রাজ্যসভার সদস্য হিসাবে মনোনয়নে স্থগিতাদেশ চাওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস দীপক মিশ্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে হৈচৈ ফেলে দিয়েছিলেন জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস চেলামেশ্বর, জাস্টিস মদন লকুর ও জাস্টিস কুরিয়ান জোসেফ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584