নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আদিগঙ্গায় বিক্ষোভের পরে বন্ধ সান্মানিক ভাতা চালু হয়নি শিক্ষামিত্রদের। নির্বাচনের পরেই বিধায়কদের ডেপুটেশন দেওয়া শুরু করে তারা।
গতকাল কলকাতায় এসে বিকাশ ভবনে হন্যে হয়ে ঘুরেও শিক্ষামন্ত্রীর দেখা মেলেনি। ফলে দমদমের দলীয় সভায় উপস্থিত হয়ে দাবিপত্র প্রদান করে শিক্ষামিত্ররা। দাবিপত্রের সঙ্গে ৬০ বছরের নিশ্চয়তা, এসএসসি তে ১০% সংরক্ষণ ও ট্রেনিং-এর নির্দেশিকার কপি জমা করে পশ্চিমবঙ্গ শিক্ষামিত্র সমিতি।
শিক্ষামন্ত্রী খতিয়ে দেখার আশ্বাস দেন শিক্ষামিত্রদের। সংগঠনের রাজ্য কনভেনর ইসরাইল হক বলেন, দ্রুত শিক্ষামিত্রদের সান্মানিক ভাতা চালু না হলে লকডাউনের পরেই তীব্র লড়াইয়ের পথে যাবে শিক্ষামিত্র সমিতি।
আরও পড়ুনঃ প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকের দুর্নীতির অভিযোগ
সর্বশিক্ষা মিশনের’ অন্যান্য কর্মীদের ন্যায় শিক্ষামিত্রদের ন্যায্য অধিকার বুঝে নিতে যতদুর যেতে হয়, যেতে প্রস্তুত শিক্ষামিত্র সমিতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584