নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
সিএএ আইনের বিরোধিতা করে কোচবিহার জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দিলো গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন।
আজ কোচবিহার রাসমেলা মাঠ থেকে মিছিল করে এসে জেলাশাসকের মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে স্মারকলিপি পাঠালো জি সি পিএ। জেলাশাসক সরকারি কাজে বাইরে থাকায় অতিরিক্ত জেলাশাসক এই স্মারকলিপি গ্রহণ করেন।
আজকের স্মারকলিপি বিষয়ে জিসিপিএ নেতা বংশীবদন বর্মন বলেন , কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিএএ আইন করা হয়েছে।কিন্তু, ১৯৪৯ সালের ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারের ভূমিপুত্রদের মতামত ছাড়া এখানে কোনো কিছু চালু করা যায়না।সেহেতু এখানে তারা সি এ বি ও সি এ এ হতে দেবেন না।
বংশীবদন বর্মন জানান , সবার আগে তারা চান কোচবিহারবাসীর পরিচয়ে স্বচ্ছতা আনা হোক যে তারা রাজ্যবাসী না জেলাবাসী। বংশীবদন বর্মন আরও বলেন তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে চান ১৯৪৯ সালে বি ক্যাটেগরির রাজ্য হিসেবেযুক্ত হবার পর কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলায় পরিণত হলো, তাদের দ্বিতীয় দাবি হলো কেন্দ্রীয় সরকারের নুতন সংশোধনী বিল মোতাবেক, উত্তরপূর্ব ভারতের ৬টি রাজ্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ ভিত্তি সাল ধরে এনআরসি করা হবে। সেই সংশোধনী মেনে কোচবিহারে ১৯৭১ সালের ২৫শে মার্চ ভিত্তি সাল ধরে এনআরসি করা হোক।
পরিশেষে বংশীবদন বর্মন জানান, তারা চিন্তিত তাদের তাদের অস্তিত্ব নিয়ে। তাই তারা এখানকার ভূমিপুত্রদের অস্তিত্ব, কৃষ্টি ধ্বংসকারী সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584