জয় জীবন গোস্বামী,বাঁকুড়াঃ
এবার রাজ্যের বাউরী সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে বাউরী জাতি উন্নয়ন পর্ষদ গঠনের দাবী তুলে পথে নামলেম তৃণমূল বিধায়ক স্বপন বাউরী।
বাঁকুড়ার শালতোড়া বিধানসভা থেকে নির্বাচিত শাসক দলের এই বিধায়কের নেতৃত্বে মিছিল করে উন্নয়ন পর্ষদ গঠন সহ ২১ দফা দাবীতে আজ বাঁকুড়া জেলা শাসকের কাছে স্মারক লিপিও দেওয়া হয়।
তবে,স্বপন বাবুর দাবী এই আন্দোলনের সাথে রাজনীতির কোনো যোগ নেই।এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির রং খোঁজা ঠিক নয়।পশ্চিমবঙ্গের বর্তমান যে মানববিক সরকার চলছে সেই সরকার যেন বাউরীদের দিকেও নজর দেন এবং অনান্য জনজাতি উন্নয়নে যেমন সরকার পর্ষদ গঠন করে সেই জাতির সামগ্রিক উন্নয়নে সামিল হয়েছে তেমনি রাজ্যের বাউরী সমাজের উন্নয়নে পর্ষদ গড়ে এই জনজাতিরও উন্নয়ন ঘটাতে এগিয়ে আসুক সরকার এই আবেদন জানাতেই এই কর্মসূচি এবং সংগঠন বলে জানান স্বপন বাবু।
যদিও জেলার বিরোধী রাজনৈতিক মহলের ধারনা ভোটের আগে বাউরী ভোট ব্যাঙ্ক অটুট রাখতে শাসক দলের এটা একটা নয়া কৌশল।তবে,কেবল জেলা নয় সারা রাজ্য ব্যাপী এই দাবীতে এবার জোরদার আন্দোলন চলবে বলেও দাবী করেন সংগঠনের নেতৃত্ববর্গ।
এখন দেখার শেষ পর্যন্ত রাজ্য সরকার বাউরীদের জন্য উন্নয়ন পর্ষদ গড়ার দাবী মেটাতে উদ্যোগ নেয় কিনা?আপাতত সেই দিকেই তাকিয়ে রইল ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584