শ্যামল রায়,পূর্বস্থলীঃ
এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ করেন।এরপর বাবার হাতে তুলে দেওয়া হলো মেয়েকে।মহিলার নাম শিখা ঘোষ।সুস্থ হলে ওই মহিলা জানিয়েছেন তার দুটি মেয়ে রয়েছে।
শনিবার পূর্বস্থলী থানার পক্ষ থেকে বাবা সাধন ঘোষের হাতে মেয়েকে তুলে দেন থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র।বাবা মেয়েকে খুঁজে পাওয়ায় পুলিশকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গতঃ ২৩ ডিসেম্বর মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে খুজে পায় পূর্বস্থলী থানার পুলিশ। পূর্বস্থলী থানার বড়গাছী গ্রাম থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে।পুলিশ জানিয়েছে মহিলার নাম শিখা ঘোষ (৩৫)।শ্বশুর বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে এলাকায়।বাপের বাড়ি বহরমপুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বড়গাছী গ্রাম এলাকা থেকে তারা খবর পান যে একজন মহিলা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে দেন শিখা ঘোষকে। দীর্ঘ দেড় মাস চিকিৎসা শেষে সুস্থ হলে পূর্বস্থলী থানার পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে আসেন এবং বহরমপুরে মহিলার বাবা সাধন ঘোষ এর সাথে যোগাযোগ করেন।
আরও পড়ুনঃ অভাবের অন্ধকার সরিয়ে শিক্ষার আলোর দিশা দিচ্ছে বন্ধন
এদিন পূর্বস্থলী থানায় সাধন ঘোষ পৌঁছে যান এবং মেয়েকে বাবার হাতে তুলে দেন পুলিশ।
এই ঘটনায় এলাকার মানুষ পূর্বস্থলী থানার পুলিশকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং মহিলাদের বাড়ির পরিবারের তরফ থেকেও পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584