শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
ভারসাম্যহীন যুবককে দেখে প্রথমে এলাকাবাসীর মনে হয়েছিল ও হতে পারে আইবি বা ডিআইবির লোকজন যুবক আশ্রয় নিয়েছিল স্থানীয় একটি কালভার্টের নিচে।কুশমুন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের কদমডাঙ্গা গ্রামে। এই ঘটনা প্রায় এগারো মাস আগের। কিন্তু দীর্ঘদিন ওই কালভার্টের নিচে থাকার জন্য স্থানীয় আজিজুর রহমান ভারসাম্যহীনকে বাড়ি তুলে নিয়ে যান। শুরু করেন চিকিৎসা। চিকিৎসায় সাড়া দেয় ভারসাম্যহীন যুবক এবং সে জানায় তার নাম ইমাম আলী মোল্লা। এরপর চিকিৎসা চলতে থাকে বালুরঘাট হাসপাতলে। ক্রমেই সুস্থ হয়ে ওঠে সে।
এরপর স্থানীয় যুবকদের সাহায্যে ফেসবুকে দেওয়া হয় এই মানসিক ভারসাম্যহীন যুবকের ছবি। ফেসবুকে দিতেই যোগাযোগ করে উত্তর চব্বিশ পরগনা থেকে ইমাম আলী মোল্লার দিদি তাজমিরা বিবি ও তার জামাই বাবু মোহাব্বত মোল্লা যোগাযোগ করে। ২০১৮ সালের ২৭ মে উত্তর ২৪ পরগনা থেকে নিখোঁজ হয়ে যায় ইমাম আলী।
স্থানীয় থানায় এফআইআর করে তার পরিবারের লোকজন এমনকি লালবাজারের শরণাপন্ন হয়েছিল তারা। কিন্তু খোঁজাখুঁজি সার হয় ইমাম আলির কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষের ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া যায় তাদের ভারসাম্যহীন ভাইকে।
ভাইকে দীর্ঘদিন পর খুঁজে পেয়ে খুশি তাজমিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584