সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আবারও তোলা চাঁদার জুলুমবাজি।এবার কাঠগড়ায় খোদ পুলিশ।ঘটনা সোনারপুর এলাকার।তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থানার অন্তর্গত নাটাগাছি এলাকায়।পুলিশের মারে গুরুতর জখম ব্যবসায়ী লিয়াকত মন্ডল।বেধড়ক মারধর করে ওই ব্যবসায়ীর হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।ঘটনায় অভিযুক্ত সোনারপুর থানার এ এস আই পার্থ সারথি মন্ডল।
পেশায় মাংসের ব্যবসায়ী লিয়াকৎ মন্ডল ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে যাওয়ার সময় পথ আটকায় পুলিশ। বাইকের সমস্ত কাগজপত্র দেখতে চায়। সমস্ত কাগজপত্র ঠিক থাকায় লিয়াকৎ বাবুর সাথে থাকা একটি ছাগলের জন্য ৫০০ টাকা দাবি করেন কর্তব্যরত পুলিশকর্মী পার্থ সারথী মন্ডল।কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কালী পূজোর চাঁদার জুলুমবাজির শিকার বাস চালক ও খালাসি
ঘটনায় গুরুতর জখম হলে লিয়াকত বাবুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার উদ্দেশ্যে স্থানান্তরিত করা হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584