নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আবহে নিয়মিত ফালাকাটার ব্যবসায়ীরা দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছেন সন্ধ্যা সাতটা বাজলেই। আর খদ্দের ও দোকানিদের তাড়াহুড়োতে সোশ্যাল ডিস্টেন্সের কথা ভুলে যাচ্ছেন অনেকেই। ফালাকাটার বাসিন্দাদের একটি অংশ ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন এই সন্ধ্যা সাতটার মধ্যে দোকান বন্ধ করা নিয়ে।
সামনে পুজাে। আর এই সময় ব্যবসায়ীদের দোকান খোলার সময় না বাড়ানোয় সমস্যায় ক্রেতা-বিক্রেতা সকলে। জানা গেছে, ফালাকাটা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত এখনও সেই নিয়মই বহাল আছে ফালাকাটায়।
ক্রেতা-বিক্রেতাদের কথায়, এখন সব কিছুই শিথিল হয়ে গেছে সময়সীমা যদি কিছুটা বাড়ানো যায় তাহলে সকলেরই সুবিধা হয়। এদিকে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকেই দোকান খোলার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন রাখছেন।
এই বিষয়ে ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার বলেন,”লকডাউন চলাকালীন এবং এই করোনা পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুরক্ষা কথা মাথায় রেখেই ব্যবসায়ী সমিতি এই সিদ্ধান্ত নিয়েছিল।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার শিলিগুড়িতে
কিন্তু এখন পুজো এসে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তাই আমরা বিশ্বকর্মা পুজাে ও মহালয়ার পর থেকে দোকান খোলার সময়সীমা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584