নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের রানীডাঙ্গা নেতাজি মিনি মার্কেট পুনরায় স্বাভাবিক করার দাবি নিয়ে রানীডাঙ্গাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ব্যাবসায়ীরা। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে ওই মার্কেটটি সরিয়ে প্রায় এক কিলোমিটার দূরে রানীডাঙ্গা কালারাম হাই স্কুলের মাঠে স্থানান্তরিত করা হয়েছিল।
এবং সেখানে জলকাদার কারণে ব্যবসায়ীরা নাজেহাল হয়ে সেই বাজারটি সরে গিয়ে ওই স্কুলের সামনে থাকা পিএমজি এসওয়াই রাস্তায় ধারে বসতে শুরু করে। এর ফলে ওই রাস্তায় ব্যাপক যানজট হওয়া শুরু করে। এতে বাজারে ক্রেতাদের সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়েছে ব্যাবসায়ীরা। এরপর অস্থায়ী বাজারটি পুনরায় পুরোনো বাজারে স্থানান্তরিত করার জন্য এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।
এবং এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ ও নকশালবাড়ি ব্লকের বিডিও অরিন্দম মন্ডল। এরপর বিডিও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। অবশেষে দুই ঘন্টা পর অবরোধ তুলে নেন। এই পথ অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ ১১ মাস পর ফল প্রকাশ, ছাত্র বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
যদিও পুলিশ পরে যানজট নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে রানীডাঙ্গা মিনি মার্কেটের সম্পাদক শঙ্কর মন্ডল বলেন যে, “কোভিড পরিস্থিতিতে বাজারটি সরিয়ে প্রথমে কালারাম হাই স্কুলের মাঠে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সেখানে সমস্যা হওয়ায় ওই স্কুলের দিকে জংশন পয়েন্টে পিএমজি এসওয়াই রাস্তার ধারে বাজারটি বসা শুরু করে।
আরও পড়ুনঃ কৃষকদের ডাকা ভারত বন্ধে সকালেই ধর্মতলায় পুড়ল মোদীর কুশপুতুল
প্রায় অনেক দিন হয়ে গেলেও বাজারটি পুরোনো বাজারে স্থানান্তরিত করা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা ব্যাপক সমস্যায় পড়েছে। এবং এই বিষয় নিয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও কোন রকম সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই এদিন পথ অবরোধ করি।
এবং প্রশাসন আশ্বাস দেন যে দ্রুত ব্যাবস্থা নেবেন।” অপরদিকে এই বিষয়ে নকশালবাড়ি ব্লকের বিডিও অরিন্দম মন্ডল বলেন,”ব্যবসায়ী সমিতির দাবি মত এক সপ্তাহের মধ্যে বাজারটি স্থানান্তরিত করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584