বৃহদাকার চিনা রকেট আছড়ে পড়ল পৃথিবীতে

0
198

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে:Spaceflight Now

১০০ফুট লম্বা চিনা রকেট সোমবার অনিয়ন্ত্রিতভাবে বায়ুমন্ডলে ফিরে আসল, যেটা এই দশকের সবচেয়ে বড় মহাকাশ যানের টুকরো(স্পেশ জাঙ্ক)।

অত্যাধুনিক যন্ত্র সম্পন্ন ক্যাপসুল আকারের এই লম্বা রকেট গত ৫ই মে মহাকাশে নিক্ষেপ করে চিন। কক্ষপথে প্রায় এক সপ্তাহ ঘোরার পর সোমবার সকাল ১১টা নাগাদ ঘন্টায় কয়েক হাজার মাইল গতিবেগে সেই মহাকাশযানের মূল অংশ বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে বলে ফোর্বসের রিপোর্ট থেকে জানা যায়।

হার্ভার্ডের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী জোনাথন ম্যাকডুয়েল টুইটে মন্তব্য করেন,”১৯৯১ সালের ৩০টন ওজনের সালইউট ৭(Salyut-7)-এর পর এরকম বিশালাকার বস্তু বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করল”।

এই পুনঃপ্রবেশ লক্ষ্যকারী মার্কিন স্পেস কম্যান্ডের বক্তব্য অনুযায়ী পশ্চিম আফ্রিকা তীরবর্তী আটলান্টিক মহাসাগরে একটা বাসের সমান ওই স্পেসক্রাফটের একটা টুকরো আছড়ে পড়েছে।এরকম বহু স্যাটেলাইট টুকরো বায়ুমন্ডলে পুনঃপ্রবেশ করে,কিন্তু সেগুলো এত বৃহদাকার হয়না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here