নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নারদ কান্ডে সিবিআই হেফাজতে থাকা আইপিএস এস এম এইচ মির্জাকে নিয়ে রবিবার বিজেপি নেতা মুকুল রায়ের ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় বিজেপির অস্বস্তি বাড়লেও একে রুটিন তদন্ত প্রক্রিয়া বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
মেদিনীপুরের সাংসদ রবিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে আইনজীবীদের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। মির্জার মতো বিজেপি নেতা মুকুল রায়ও কি এই মামলায় গ্রেপ্তার হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ‘আমার কিছু বলার নেই, সিইবিআই তার কাজ করছে। সিবিআই কে সাহায্য করা উচিত। যাতে সত্য সামনে আসে। ‘
আরও পড়ুনঃ জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক
এনআরসি প্রসঙ্গে বলেন , ‘আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি সিটিজেন এমেন্ডমেন্ট বিল এনে সমস্ত উদ্বাস্তু বাঙালি হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে। কারো কোনো ভয়ের কারন নেই। অনেকে এটা নিয়ে ভুল প্রচার করছেন। পাহাড়ে গিয়ে গোর্খাদের ভুল বোঝাচ্ছেন। জঙ্গলমহলে গিয়ে আদিবাসী মানুষজনকে ভুল বোঝাচ্ছেন। বাঙালি উদ্বাস্তুদের ভুল বোঝাচ্ছেন।’ দিলীপ জানান,এই ভুল বোঝানোর রাজনীতি আর ভয় দেখানোকে রাজনীতি বন্ধ হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584