কেশপুরে জনসভায় সম্প্রতির বার্তা

0
25

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজনৈতিক সংঘর্ষ ক্লিষ্ট কেশপুরে সম্প্রীতির বার্তা দিলেন কেশপুর ব্লক ইমাম মোয়াজ্জিন কল্যান কমিটি৷ বৃহস্পতিবার বেলা বারোটা থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি সভা করে বক্তব্য রাখেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।

Message of love at Public meeting in Keshpur
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের পরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে৷ বেশ কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে কেশপুর ব্লকে৷ রোজই পুলিশকে ব্যস্ত থাকতে হয় রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রনে৷ এই পরিস্থিতিতে কেশপুরের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এক সমাবেশ করল ইমাম মোয়াজ্জিন কল্যান কমিটি ৷

বৃহস্পতিবার কেশপুর বাজারে বাসস্ট্যান্ড এলাকাতে এই সমাবেশ হয় ৷ যেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন ৷ মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উপস্থিত ছিলেন সেখানে ৷ উপস্থিত বক্তারা প্রত্যেকেই সমস্ত সম্প্রদায়ের লোকজনকে একত্রিত হয়ে শান্তিতে বাস করতে অনুরোধ করেন ৷ সেই সঙ্গে এনআরসি- র মতো পদক্ষেপের বিরোধীতা করার আহ্বান জানানো হয় ৷

Message of love at Public meeting in Keshpur
নিজস্ব চিত্র

কমিটির সভাপতি মুস্তাক আহমেদ বলেন- ” এনএরসি-র প্রতিবাদকে আমরা সমর্থন করি ৷ কারন আসামে যে এনআরসি হয়েছে সেখানে মুসলিমের থেকে হিন্দু বেশি তালিকা বহির্ভূত হয়েছে৷ মুসলমান চার লক্ষের বেশি বাতিল হয়েছে ৷ ১২ লক্ষের বেশি হিন্দু বাতিল হয়েছে তালিকা থেকে ৷ কেন্দ্রীয় সরকার ধোঁকা দিচ্ছে সাধারন মানুষকে ৷ তার সাথে রয়েছে আদিবাসী, দলিত সকল সম্প্রদায় ৷ তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রে বসবাসের আহ্বান জানাই ৷ ”

আরও পড়ুনঃ দুর্গাচক থানার উদ্যোগে রক্তদান শিবির

সভাতে উপস্থিত ছিলেন মহিষদা মন্দিরের পুরোহিত গৌতম চক্রবর্তী ৷ তিনি নিজের বক্তব্যে বলেন- “আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির পরিবেশে বাঁচার বার্তাই দেওয়া হয়েছে গীতাতেও ৷ সনাতন ধর্মে ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে । সমস্ত নদীকে যেমন সাগরে মিলিত হতে হয় ৷ আমাদের সকলকেও সেই নিয়মে মানব ধর্মে থাকতে হয় ৷”
এদিনের এই সম্প্রীতির সভাতে উপস্থিত ছিলেন আসানসোলের ইমাম ইমদাদুল্লা রশিদী ৷ তিনি বলেন- ” আমাদের রাজ্য জুড়ে সম্প্রীতির বন্ধনে থাকা উচিত৷ কেশপুরের মানুষকে শান্তিতে থাকতে অনুরোধ করব৷ এতে শান্তির বাতাবরন যেমন থাকবে তেমনই ঈশ্বরও খুশি হবেন৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here