নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজনৈতিক সংঘর্ষ ক্লিষ্ট কেশপুরে সম্প্রীতির বার্তা দিলেন কেশপুর ব্লক ইমাম মোয়াজ্জিন কল্যান কমিটি৷ বৃহস্পতিবার বেলা বারোটা থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি সভা করে বক্তব্য রাখেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।
লোকসভা নির্বাচনের পরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে৷ বেশ কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে কেশপুর ব্লকে৷ রোজই পুলিশকে ব্যস্ত থাকতে হয় রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রনে৷ এই পরিস্থিতিতে কেশপুরের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এক সমাবেশ করল ইমাম মোয়াজ্জিন কল্যান কমিটি ৷
বৃহস্পতিবার কেশপুর বাজারে বাসস্ট্যান্ড এলাকাতে এই সমাবেশ হয় ৷ যেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন ৷ মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উপস্থিত ছিলেন সেখানে ৷ উপস্থিত বক্তারা প্রত্যেকেই সমস্ত সম্প্রদায়ের লোকজনকে একত্রিত হয়ে শান্তিতে বাস করতে অনুরোধ করেন ৷ সেই সঙ্গে এনআরসি- র মতো পদক্ষেপের বিরোধীতা করার আহ্বান জানানো হয় ৷
কমিটির সভাপতি মুস্তাক আহমেদ বলেন- ” এনএরসি-র প্রতিবাদকে আমরা সমর্থন করি ৷ কারন আসামে যে এনআরসি হয়েছে সেখানে মুসলিমের থেকে হিন্দু বেশি তালিকা বহির্ভূত হয়েছে৷ মুসলমান চার লক্ষের বেশি বাতিল হয়েছে ৷ ১২ লক্ষের বেশি হিন্দু বাতিল হয়েছে তালিকা থেকে ৷ কেন্দ্রীয় সরকার ধোঁকা দিচ্ছে সাধারন মানুষকে ৷ তার সাথে রয়েছে আদিবাসী, দলিত সকল সম্প্রদায় ৷ তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রে বসবাসের আহ্বান জানাই ৷ ”
আরও পড়ুনঃ দুর্গাচক থানার উদ্যোগে রক্তদান শিবির
সভাতে উপস্থিত ছিলেন মহিষদা মন্দিরের পুরোহিত গৌতম চক্রবর্তী ৷ তিনি নিজের বক্তব্যে বলেন- “আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির পরিবেশে বাঁচার বার্তাই দেওয়া হয়েছে গীতাতেও ৷ সনাতন ধর্মে ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে । সমস্ত নদীকে যেমন সাগরে মিলিত হতে হয় ৷ আমাদের সকলকেও সেই নিয়মে মানব ধর্মে থাকতে হয় ৷”
এদিনের এই সম্প্রীতির সভাতে উপস্থিত ছিলেন আসানসোলের ইমাম ইমদাদুল্লা রশিদী ৷ তিনি বলেন- ” আমাদের রাজ্য জুড়ে সম্প্রীতির বন্ধনে থাকা উচিত৷ কেশপুরের মানুষকে শান্তিতে থাকতে অনুরোধ করব৷ এতে শান্তির বাতাবরন যেমন থাকবে তেমনই ঈশ্বরও খুশি হবেন৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584