ঝুলনে সম্প্রীতির বার্তা

0
126

সুদীপ পাল, বর্ধমানঃ

ঝুলন যাত্রা উপলক্ষে আউসগ্রামের বেলাড়ি গ্রামে সম্প্রীতির বার্তা দিলো ক্লাব কর্তৃপক্ষ। একটি ক্লাবের প্যান্ডেল চত্বরে দেখা যায় শিবের মাথায় জল ঢালা ও পাশাপাশি মসজিদে দোয়া করতে যাওয়ার দৃশ্য। বেলাড়ি গ্রামের ঝুলন এমনিতেই নজরকাড়া হয়।

message of love on Jhulan Jatra
নিজস্ব চিত্র

এবারে উৎসব গ্রামের স্কুলের মাঠে আয়োজিত হয়েছে। ছয়দিনের ঝুলন যাত্রা উপলক্ষে স্থানীয় ক্লাবগুলির মধ্যে চলে থিমের টক্কর। এক ভাবনাকে অন্য ভাবনা ছাপিয়ে দেওয়ার এই লড়াইয়ে এবারের অবশ্য সম্প্রীতির বার্তায় মন ছুঁয়ে যাচ্ছে সবার।

message of love on Jhulan Jatra
নিজস্ব চিত্র

ক্লাবের তরফ শ্রীকুমার চট্টোপাধ্যায় বলেন, বিশ্বের নানা প্রান্তে যেভাবে হিংসার খবর পাওয়া যাচ্ছে তাতে এই কথাটিই বারেবারে মনে হয় আমাদের দেশ ভারতবর্ষ সম্প্রীতির আদর্শে বিশ্বাসী। সেই ভাবনাই এবারে প্রস্ফুটিত হয়েছে ঝুলন যাত্রায়। এলাকাবাসী নানা মডেল হিসেবে যোগ দেন। প্রতিবারের মতো এবারও তার অন্যথা হয়নি। যাঁরা মডেল হয়েছেন সম্প্রীতির এই বার্তায় যোগদান করতে পেরে তাঁরা আনন্দিত। শুধু সম্প্রীতি নয় এক দিকে উঠে এসেছে নানা পৌরাণিক কাহিনী, অতীতের ইতিহাস সংক্রান্ত বিষয়, মহাপুরুষদের জীবনী আবার একইসাথে উঠে এসেছে বর্তমান সমাজে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ রক্ষা কিভাবে করতে হবে এমনকি হালফিলের যুবক-যুবতীদের প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলেছেন তাঁরা।

আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার এই ঝুলন উৎসবের সূচনা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here