কুড়ি সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর

0
344

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Messed west medinipur in twenty seconds Storm
নিজস্ব চিত্র

ফণীর মূল ঝাপটা এসে লাগার আগেই তাণ্ডব শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Messed west medinipur in twenty seconds Storm
নিজস্ব চিত্র

আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি।সঙ্গে ঝোড়ো হাওয়া।তার জেরেই গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিপত্তি শুরু হয়ে গেছে নানা জায়গায়।২০ সেকেন্ডের ফনীর তাণ্ডব দেখা গেলো মেদিনীপুরে।সকলেই আতঙ্কে আতঙ্কিত সেই ভয়াবহ ‘ফনী’ নামক বিধ্বংসী ঝড় অবশেষে আছড়ে পড়ল শহর মেদিনীপুরে।

Messed west medinipur in twenty seconds Storm
নিজস্ব চিত্র

লণ্ডভণ্ড গোটা এলাকা, কোথাও বিদ্যুতের খুঁটি তো কোথাও আবার রেল লাইনের ওপর গাছ পড়ে যোগাযোগ বিচ্ছন্ন করেছে,যদিও প্রশাসনের তরফে বিশেষ সতর্ক বার্তা দিয়ে বহুট্রেন বাতিল করা হয়েছে আগেই।বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে।

Messed west medinipur in twenty seconds Storm
নিজস্ব চিত্র

খড়গপুর, দাঁতন,মোহনপুর, চন্দ্রকোনা,মেদিনীপুর শহর সহ একাধিক এলাকায় রাত থেকেই শুরু বৃষ্টি।সঙ্গে ঝোড়ো হাওয়া।বেলা যত বাড়ছে ততই বাড়ছে ঝড়ের দাপট।

আরও পড়ুনঃ দু মিনিটের ঝড়ে ঝাড়গ্রামে উড়ে গেল পঁচিশটি বাড়ির চাল,লণ্ডভণ্ড এলাকা

আজ ঘাটালে নির্বাচনী সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সেই সভায় যোগ দিতে গতকালই খড়গপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে তাঁর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here