নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
এই সময়ে প্রায় লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের ছুটিতে সময় কাটাতে দেখা যায়। সেটা ভাইরালও হয় সোশ্যাল মিডিয়াতে। তবে এবার করোনা কালে বান্ধবীদের নিয়ে সমুদ্রে সময় কাটিয়ে বিতর্কতে জড়ালেন বার্সার দুই ফলা লিও মেসি ও লুই সুয়ারেজ।

স্পেনে করোনার প্রকোপ কিছুটা কমলেও কাতালোনিয়ায় বেশ কিছু অঞ্চলে ফের করোনা থাবা বসিয়েছে৷ মারণ এই ভাইরাসের সংক্রমণ রুখতে সরকারের তরফে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷ কিন্তু বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিও মেসি ও লুইস সুয়ারেজ তা অমান্য করেই ইবিজায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন।

সুয়ারেজতাঁর পরিবারের সঙ্গে একই সঙ্গে ছুটি কাটাচ্ছেন৷ বন্ধুদের সঙ্গে একটি ইয়টে ছুটি কাটানোর সময় নিজের হট পিকও সোশাল মিডিয়ায়া আপলোড করেছেন মেসি৷ ইবিজার ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লিও৷ইনস্টাগ্রামে ১৬০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর৷
আরও পড়ুনঃ নতুন দলে আগ্রহী নয় এফএসডিল, আইএসএল খেলা আরও কঠিন হল ইস্টবেঙ্গলের কাছে

তিনি লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য হোটেলসভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুন দিন ছিল!’ কিন্তু কেনও হঠাৎ প্রশাসনিক নির্দেশ অমান্য করে ছুটি কাটাতে গেলেন মেসি ও সুয়ারেজ। সঙ্গে আবার পরিবার।উঠছে প্রশ্ন, তারকারা যদি স্বাস্থ্যবিধি না মানেন তা হলে ভুল বার্তা যাবে সমর্থকদের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584