চোখের জলে বিদায় নিলেন মেসি

0
56

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বার্সেলোনার এক সাংবাদিক সম্মেলনে বাচ্চা ছেলের মত কেঁদে ফেললেন এই তারকা ফুটবলার।দীর্ঘ একুশ বছরে বার্সেলোনার সাথে সম্পর্কের ইতি টানলেন তিনি।

Lionel Messi
ছবি সৌজন্যেঃ আলজাজিরা

বার্সেলোনার ক্যাম্প ন্যু তে হাজার হাজার সমর্থকের সামনে বিদায় ভাষনে আবেগ প্রবণ হয়ে উঠে মেসি। বর্তমানে বার্সেলোনা ক্লাব আর্থিক পরিস্থিতির জন্য মেসিকে ছেড়ে দেয়। এরপর প্যারিস সাঁ জাঁ যোগ দিচ্ছে বলে জোর জল্পনা চলছে ফুটবল মহলে, যা তিনি স্বীকার করেন।

উল্লেখ্য, গত বছরই তিনি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। প্যারিসে সেন্ট জার্মানে নেইমার ও এমবাপের পাশে দেখা যাবে বলে ফুটবলমহলের আশা। এদিন ক্যাম্প ন্যুতে সাংবাদিক সম্মেলনে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আসেন। ক্লাব সভাপতি হুয়ান লোপার্তা ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজ ও কার্লোস পুয়োল উপস্থিত ছিলেন। ৩০ শে জুন মেসির সাথে বার্সা চুক্তি শেষ হলে ও নতুন করে চুক্তির জন্য রাজি ছিলেন তিনি। কিন্তু ক্লাব সভাপতি হুয়ান লাপর্তা ক্লাব আর্থিক সমস্যা দূর করার জন্য ফুটবলারদের বিক্রি ও বেতন কমিয়ে সমস্যা সমাধানের কথা বলেন। মেসিকে ধরে রাখতে না পারার জন্য আক্ষেপ করেন। কিন্তু বার্সার কথা ভেবে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম সোনা, জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া

গত বছর তিনি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। কিন্তু এবছর বেতনের ৫০ শতাংশ কমিয়ে তিনি বার্সেলোনার সাথে চুক্তিতে রাজি ছিলেন। কিন্তু আর্থিক সমস্যার মেসিকে ছাড়তে বাধ্য হন। মাত্র তেরো বছর বয়সে আর্জেন্টিনা থেকে বার্সেলোনা একাডেমিতে যোগ দেন।

আরও পড়ুনঃ হতাশ বিরাট! বৃষ্টির জেরে একটি বলও গড়াল না পঞ্চম দিনে, ম্যাচ ড্র

তারপর ২০০৪ থেকে ২০২১ এই সতেরো বছর লিওনেল মেসি বার্সেলোনা ফুটবলের কেন্দ্রবিন্দু ছিলেন। এক সিজিনে লা লিগায় সবোর্চ্চ ৫০ টা গোলের কৃতিত্ব তার দখলে। তবে তিনি আবার বার্সেলোনা ফিরে আসার সম্ভাবনা কথা বলেন। মেসি নিজের সন্তানদের পরিচয় একজন কাতালান আর্জেন্টাইন হিসাবে জানান। আপাতত মেসি পিএসজি’র সঙ্গে চুক্তির অপেক্ষায় ফুটবল বিশ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here