মেসির আরও এক মরসুম বার্সায় থাকার ইঙ্গিত

0
47

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

যখন ম্যাঞ্চেস্টার সিটিতে মেসির আগমন ঘিরে জোর জল্পনা, ঠিক তখনই লিওনেল মেসির বার্সেলোনাতে থাকার ব্যাপারটা উঁকি মারলো। আরও এক বছর বার্সাতে থেকেই হবে মধুরেণ সমাপায়েত। কারণ আগামী মরসুমের জন্য জার্সির ছবি সামনে এনেছে বার্সেলোনা, সেখানে সবার সামনেই রয়েছে মেসির ছবি। সেটাই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। বার্সা ফুটবলের পোস্টার বয় কি ফের এলএমটেন!

Lionel Messsi | newsfront.co
এল এম টেন

এদিন বার্সা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেসির বাবা তথা তাঁর এজেন্ট জর্জ মেসি এবং ক্লাবের প্রেসিডেন্ট বার্তামেউ। জানা গিয়েছে, বৈঠক খুব ভালো হয়েছে, খুশি দুই পক্ষই। সেখানেই ঠিক হয় মেসি নাকি আরও এক বছর বার্সায় থাকতে চলেছেন। আগামী মরসুমেই বার্সেলোনার সভাপতি নির্বাচন। বার্তামেউয়ের চেয়ারে বসতে চলেছেন ভিক্টর ফন্ট।

আরও পড়ুনঃ ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলনে বাংলা, টাস্কফোর্স গঠন সিএবির

মেসিকে চেয়ে তাঁর মন্তব্য, ‘‘আমি চাই মেসি আর একটা বছর অপেক্ষা করুক। কথা দিচ্ছি নির্বাচনে জিতে বার্সা প্রেসিডেন্ট হলে আমি আবার ক্লাবের সুখের দিন ফিরিয়ে আনব।“ মেসির সতীর্থ ভক্তরাও চাইছেন তিনি যেন ক্লাব না ছাড়েন যদিও এলএম টেনের আর বার্সার প্রতি কোনো টান নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here