অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের বার্সেলোনা ছাড়ার জল্পনা লিও লেন মেসির। পরের বছর জানুয়ারি মাসে শেষ হচ্ছে এলএমটেনের বার্সা চুক্তি। তারপর আর নয় হয়তো বার্সায় মেসি! এদিন এলএম টেন নিজেই এক সাক্ষাৎকারে বলেন আমেরিকার ক্লাবে খেলতে চান। তার কথায়, ‘‘আমি সব সময়ই, এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই । কিন্তু সেটা এখনই নয়।
আর মরসুম শেষ হলে আমি কী করবো সেই ব্যাপারে এখনই নিশ্চিত নই। বার্সেলোনা ছাড়ব কিনা আমি নিজেও জানি না। তবে এটাই আশা রাখি, ক্লাব ছাড়লে ভালভাবেই যেন বিদায় হয়। কারণ এই ক্লাব আমাকে সব দিয়েছে আর বিকল্প হিসেবে আমি আমেরিকা ক্লাবেই যেতে চাই।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর দাদার অন্যায় আবদারের প্রতিবাদ, জয়দ্বীপের পথে হেঁটেই পদত্যাগ দুই সহ-সভাপতির
গত অগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২–৮ গোলে বার্সেলোনার হারের পরে স্পেনীয় ক্লাবটির সভাপতির সঙ্গে মেসির সংঘাত প্রকাশ্যে চলে আসে। সেই প্রসঙ্গ তুলে মেসি বলেন, ‘‘সেই ঘটনার জন্য আমি দুঃখিত। ছোটো বেলা থেকে এখানে আছি নিজের দেশের হয়েও এতো সময় খেলিনি। গত মরসুমের ব্যর্থতা ভুলে সামনে এগোতে চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584