ওয়েবডেস্কঃ
২০১৮ বুকার জয়ী অ্যানা বার্নসের ‘মিল্কম্যান’-এও #মিটু’র রসদ পাওয়া যাবে বলে মন্তব্য করলেন বুকার পুরস্কারের বিচারকদের মধ্যে অ্যান্থনি আপাইয়া।এই উপন্যাসে প্রভাবশালী এক সামরিক ব্যক্তির যৌন হেনস্তার শিকার এক তরুণীর জীবনসংগ্রাম ফুটে উঠেছে।

বুকার পুরস্কারের বিচারকদের মতে উপন্যাসটি অনবদ্য তার অরিজিনালিটির দিক থেকে এবং তারা এরকম গল্প আগে কখনো শোনেননি। মঙ্গলবার লন্ডনে ম্যান বুকার পুরস্কার প্রাপক হিসাবে বার্নসের নাম ঘোষণা করা হয়।
অ্যানা বার্নস হলেন উত্তর আয়ারল্যান্ডের প্রথম লেখিকা যিনি ম্যান বুকার পুরস্কার জিতলেন তাঁর উপন্যাস ‘মিল্কম্যান’-এর জন্য। ৫৬ বছর বয়সী অ্যানা বার্নস উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফেস্টে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।’মিল্কম্যান’ হল তাঁর তৃতীয় উপন্যাস। তাঁর লেখা অন্য দুটি উপন্যাস হলো ‘নো বোনস’ (২০০১) ও ‘লিটিল কনস্ট্রাকশনস’ (২০০৭)।’
উল্লেখ্য,১৯৬৯ সাল থেকে ইংরেজি ভাষায় লেখা সেরা লেখার জন্য এই পুরস্কার দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584