ওয়েবডেস্কঃ-
ইউরোপের পর #Me Too আন্দোলন ভারতেও তুঙ্গে। যৌন নিপীড়নের বিরুদ্ধে এই আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে।একে একে মুখ খুলছে যৌন হেনস্থার শিকার যারা, বিশেষ করে বলিউড বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নানা পাটেকার, অলোকনাথের পর এবার নব সংযোজন গায়ক অভিজিৎ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন যামিনী খান্না নামের এক প্রাক্তন বিমানসেবিকা।
১৯৯৮ সালে এক হোটেলে গায়ক অভিজিৎ তাকে যৌন হেনস্থা করেন। জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে চুম্বন করার চেষ্টা করে সফল না হলে কানে মৃদু কামড় দেন। প্রস্তাব প্রত্যাক্ষান করলে গালিগালাজ দেন।তবে এই প্রথম নয়, এর আগেও অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছিল।
অভিযোগকারিনীর দাবি উড়িয়ে দিয়ে অভিজিত্ বলেন,’আমি সেসময় জন্মাইনি’।এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে অভিজিৎ ভট্টাচার্য জানান,’আমাকে একজন ফোনে এবিষয়ে জানিয়েছেন। আমি সেই সময় জন্মাইনি। আমি জীবনে কোনোদিন পানশালায় যাইনি। আপনি কখনও আমাকে পেজ ৩-র খবরে দেখতে পাবেন না। সিনে পার্টিতেও দেখতে পাবেন না। আমার নাম বিক্রি হয়। যদি কেউ এর দ্বারা উপকৃত হন,ভালো। কেউ আমার নাম নিয়ে রুজিরুটি করছেন। তা ভালো’। ওই মহিলার কথা উড়িয়ে দিয়ে অভিজিত্ বলেন, যে মোটা কুৎসিত মহিলারা নিজের পাবলিসিটি পাওয়ার জন্য এরকম অভিযোগ আনছে।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584