স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ফলস বুকিংয়ে আর্থিক ক্ষতিতে মেট্রো, বাড়ানো হচ্ছে ই-পাসের সংখ্যা

0
75

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রথমে টিকিট কাউন্টারের ভিড় এড়াতে করোনা কালে ছাড়পত্র দেওয়া হয়েছিল শুধু স্মার্ট কার্ডকেই। কিন্তু স্মার্ট কার্ড থাকলেই সাধারণ মানুষ যাতে হুড়োহুড়ি করে ঢুকে না পড়েন, তার জন্য নিজস্ব ই-পাসের ব্যবস্থা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Metro Service

কিন্তু তাদের তৈরি সিস্টেমকে তাদেরই গলার কাঁটা তৈরি করে দিয়েছেন শহরবাসী। ই-পাস সমস্ত বুকিং থাকলেও মেট্রো সফরে আসছেন ৪০ শতাংশের বেশি যাত্রী। ফলে মাত্র ৭ দিনেই বিপুল আর্থিক সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রোকে।

সেই কারণেই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকালের মেট্রোর জন্য সোমবার রাত ৮টা থেকে যে বুকিং স্লট শুরু হবে তাতে ই-পাসের সংখ্যা ৪০০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৫০০। অর্থাৎ প্রতি ঘন্টায় থাকছে ২০০০ থেকে ৩০০০ ই-পাস বুকিংয়ের সুবিধা। ফলে কিছু যাত্রী তাদের সফর বাতিল করলেও কিছু যাত্রী আসার সম্ভাবনা বাড়বে। বাস্তব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বাড়ল কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তির সময়সীমা

করোনা মহামারীর জেরে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আনলক ফোর পর্যায় মেট্রো চালু হওয়ার সময় আগের মত যে ভিড় হবে না এবং কিছুটা আর্থিক ক্ষতি হবে তা ধরেই নিয়েছিলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাই প্রাথমিক ভাবে ঠিক হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেন চালাতে হলে রেক প্রতি ৪০০ জনের বেশি যাত্রীকে সফর করতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ সন্দেহভাজন আরও ২ আল-কায়দা জঙ্গির খোঁজে তল্লাশি এনআইএ’র

এখন কলকাতা মেট্রোর প্রত্যেক রেকে ৮টি করে কামরা রয়েছে। সেই হিসাবে ঠিক হয়েছিল প্রতি কামরায় ৫০জন করে যাত্রী এবং গোটা ট্রেনে থাকবে ৪০০ জন যাত্রী। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ই-পাসে বুক হয়েও যাত্রী সংখ্যা রেক প্রতি ২০০-ও ছাড়াচ্ছে না। সেই কারণেই সম্ভাবনার খাতিরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল মেট্রো কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here