শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনার প্রকোপে রীতিমত বিপর্যস্ত হয়ে গিয়েছে গণপরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা। পরে বাস, অটো চালু হলেও হাতে গোনা ট্রেন চলছে দেশে। কিন্তু মেট্রো এখনও বন্ধ। মুখ্যমন্ত্রী ১ জুলাই থেকে মেট্রো চালানোর দাবি করলেও তা এখনও চালু হয়নি।
তার মূল কারণ ছিল, মেট্রো স্টেশনে একসঙ্গে কত জন যাত্রীকে ছাড়া যাবে, এক কামরায় কত জন যাত্রী থাকবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এতদিন নেওয়া যায়নি। তবে সূত্রের খবর, ১৫০ দিন পর সেপ্টেম্বর মাস থেকেই দেশজুড়ে ফের মেট্রো পরিষেবা চালু হতে পারে।
আরও পড়ুনঃ এবার সাধ্যের মধ্যে সাধের ইলিশ মিলবে ‘সুফল বাংলা’ র স্টলে
প্রথম ১৫ দিন কেবল সরকারি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যেতে দেওয়া হবে। তারপরে ধীরে ধীরে অন্যান্য যাত্রীদেরও যেতে দেওয়া হবে। এক কামরায় ৫০ জনের বেশি যাত্রী থাকতে পারবেন না। মেট্রোয় ওঠার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হবে এবং মেট্রোর কামরার ভিতর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সিটে স্টিকার লাগানোর পরিকল্পনাও করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584