শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দীর্ঘ ৬ মাস সমস্ত কিছু থমকে যাওয়ায় ক্ষতি হয়েছে সব ক্ষেত্রেই। কিন্তু এবার রোজগারের দায়ে ভয় কাটিয়ে ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর সন্ধ্যার দিকে প্রত্যেক দিনই মেট্রোর টাইম স্লট বুকিংয়ের জন্য বিপুল চাহিদা আসতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে এবার রাশ আরও একটু আলগা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছে, আজ (সোমবার) থেকে অন্তিম মেট্রো সময় ৩০ মিনিট বাড়ানো হল। আর এখন থেকে প্রত্যেক মেট্রো রেকে আরও ১৬০ জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করবেন।
আরও পড়ুনঃ নিউ নর্মাল পরিস্থিতিতে দুর্গাপুজো, গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দুই প্রান্তিক স্টেশন – নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। অর্থাৎ মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত। স্বভাবতই সেজন্য ট্রেনের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুনঃ আরও ৮ টি নতুন রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন
এতদিন ১১০ টি ট্রেন চললেও সোমবার থেকে আরও তিন জোড়া বেশি মেট্রো চলায় মেট্রোর সংখ্যা দাঁড়াবে ১১৬ টি। পাশাপাশি সোমবার থেকেই প্রতিটি মেট্রোয় ৪০০-র পরিবর্তে ৫৬০ জন যাত্রীকে উঠতে দেওয়া হচ্ছে। প্রতি মেট্রোয় যাত্রী বাড়ানো হয়েছে ৪০ শতাংশ। সেই ভাবে ই-পাসেও অতিরিক্ত সময় বুক করা যাবে।
ইতিমধ্যেই করোনাকে উপেক্ষা করেই কাছে পিঠে পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছেন অনেকেই। তার ওপর বহুদিন অফিস বন্ধ থাকার পরে এখন অফিস ফেরত যাত্রীর ভিড় অনেকটাই বাড়ছে। সেই কারণে এই নতুন সিদ্ধান্তে যাত্রীদের পাশাপাশি আর্থিক লাভ কিছুটা বাড়বে বলে আশা কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584