নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লকডাউনের কারণে দীর্ঘদিন লকডাউন চলায় অন্যান্য পরিষেবার মতোই বন্ধ ছিল মেট্রো পরিষেবাও। এবার আনলক ৪ পর্বে আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। তবে কলকাতা মেট্রোর পরিষেবা শুরু নিয়ে নিজেদের মধ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বৈঠকে সোম থেকে শনিবার মেট্রো চালানোর প্রস্তাব গৃহীত হয়েছে। রবিবার চলবে না মেট্রো। এছাড়া মেট্রো পরিষেবার অবধি ও কতক্ষণ পর পর পরিষেবা মিলবে, তা নিয়েও হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে সমস্ত সিদ্ধান্তই চূড়ান্ত হবে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর।
মেট্রো সূত্রে খবর, নিউ নর্মালে সকাল ৮ টা থেকে শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা এবং রাত ৮ টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত। রবিবার রাখা হতে পারে বন্ধ। ৮ সেপ্টেম্বর থেকে চালু হওয়া মেট্রো সোম থেকে শনি কম সংখ্যক যাত্রী নিয়েই ছুটবে।
আরও পড়ুনঃ রাজ্যে পুজোর আগেই কলেজে ফাইনাল ইয়ারের পরীক্ষা
এছাড়া অফিস টাইমে ১২ মিনিট ও অন্য সময় ১৫ মিনিট অন্তর ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রস্তাবগুলি নিয়ে বিস্তারে আলোচনার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে তারা। আগামী কাল বা পরশু বৈঠক সেরে সিদ্ধান্ত কার্যকর করতে নেমে পড়তে চায় তারা।
আরও পড়ুনঃ বিমানবন্দরে কর্মী ছাঁটাই, প্রতিবাদে কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আপাতত শুধুমাত্র স্মার্টকার্ডধারীরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। তবে নতুন স্মার্টকার্ড এখনই বিক্রি করা হবে না। যাদের কাছে আগে থেকে কলকাতা মেট্রোর স্মার্টকার্ড রয়েছে শুধুমাত্র তারাই যাত্রা করতে পারবেন।
মঙ্গলবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় কলকাতার মেট্রো রেল ভবনে। সেখানে ঠিক হয়েছে, রেল চালুর আগে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে স্টেশন স্যানিটাইজেশনে। একইসঙ্গে স্যানিটাইজ করা হবে রেলের সব রেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584