১৪ সেপ্টেম্বর থেকে চলবে মেট্রো, স্মার্ট কার্ডের সঙ্গে অবশ্যই লাগবে ই-পাস

0
55

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

টানা দু’দিনের বৈঠকের পর অবশেষে সিদ্ধান্তে পৌঁছল নবান্ন এবং মেট্রো রেল কর্তৃপক্ষ। নবান্ন সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়ে যেতে পারে মেট্রো পরিষেবা। তবে তার আগে ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবাও দিতে পারে মেট্রো।

Metro service | newsfront.co
ফাইল চিত্র

আরও সিদ্ধান্ত হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে টোকেনের বদলে চালু হবে ই-পাস যা বুক করা যাবে মেট্রোর নিজস্ব অ্যাপ থেকেই। ফলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক যাত্রী ই-পাস না থাকলে স্টেশনে ঢুকতে পারবেন না আর ভিড়ও বাড়বে না।

তবে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে, স্মার্ট কার্ড থাকলেও যাত্রীকে অবশ্যই ই-পাস রাখতে হবে কারণ ই-পাস হল যাত্রীর স্টেশনে থাকার নির্দিষ্ট সময় বুকিং। টোকেন না থাকলেও যাত্রী ই-পাস দেখাতে পারেন, কিন্তু শুধু স্মার্ট কার্ড দেখিয়ে আর ই পাস না দেখিয়ে কোনো যাত্রী স্টেশনে ঢুকতে পারবেন না।

আরও পড়ুনঃ সময়সীমা বেড়েছে, ডিএলএডে আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, মাত্র এক তৃতীয়াংশ আসন নিয়ে চলবে মেট্রো। দৈনিক ৩৮৪ যাত্রী আসনের বদলে ১২৮ জন যাত্রী দৈনিক বসতে পারবেন। সমস্ত কনটেনমেন্ট জোনে এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখতে হবে। স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। মেট্রোকর্মী, আরপিএফ সহ যাত্রীদের মাস্ক পরা অবশ্যই বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ শনিবার খোলা থাকবে ব্যাংক, ঘোষণা নবান্নের

করোনা পরিস্থিতির মধ্যে মেট্রো চালিয়ে যাত্রীদের সুরক্ষিত রাখাই কর্তৃপক্ষের নয়া চ্যালেঞ্জ। আর তাই সংক্রমণ এড়াতে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাইছ রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষ। আগেই জানানো হয়েছিল, স্টেশন, রেক নিয়মিত স্যানিটাইজ করা হবে। থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থাও থাকবে।

ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ ও আরপিএফ যৌথভাবে নজরদারি চালাবে। করোনা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে প্রত্যেক মেট্রো স্টেশনে পোস্টার ও হোর্ডিং লাগানো হবে বলেও জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here