শুক্রবার থেকে নিত্য যাত্রীদের জন্য চালু হচ্ছে মেট্রো, সপ্তাহে পাঁচদিন মিলবে পরিষেবা

0
40

মোহনা বিশ্বাস,কলকাতাঃ

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে কিছু বিধিনিষেধ জারি করেছিল সরকার। এবার আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। সেই কারণে আগামী ৩০ জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধ বেড়েছে রাজ্যে৷ তবে বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্যসরকার।

Kolkata Metro
নিজস্ব চিত্র

শুক্রবার থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। বুধবার নবান্ন থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে৷ সপ্তাহে পাঁচদিন মেট্রো সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ৷ তবে শনি ও রবিবার মেট্রোতে চড়তে পারবেন শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরাই। সোমবার থেকে শুক্রবার নিত্য যাত্রীদের জন্য চলবে মেট্রো।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সফল যোগী রাজ্য, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তার পরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে প্রতিদিন ৯৬টি করে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। শনিবার শুধু চলবে স্টাফ স্পেশাল। রবিবার পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই সুপারিশ জানাল মানবাধিকার কমিশন

ইস্ট-ওয়েস্ট করিডরে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ৪৮টি ট্রেন। টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা। সকল যাত্রীকে মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here