নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোহারান হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একেবারে ধরাশায়ী করে হোয়াইট হাউস দখল করেছেন জো বিডেন। গোটা বিশ্বের একাধিক রাষ্ট্রনায়ক বিডেন এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। শুধুমাত্র মেক্সিকোর প্রেসিডেন্ট বাদে। প্রতিবেশী দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট বিডেনকে অভিনন্দন জানানোর আগে শর্ত রেখেছেন।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রিপাবলিকানদের সঙ্গে আইনি জটিলতা না মেটা পর্যন্ত তিনি বাইডেনকে অভিনন্দন জানাবেন না। ওয়াশিংটনের সঙ্গে কোনও সংঘাতের রাস্তায় হাঁটতে চান না তিনি।
আরও পড়ুনঃ জাতপাত-বর্ণ ভুলে স্বপ্ন দেখুন, জয়ের পর বললেন কমলা
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর শনিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্প-বিডেন যেই জিতুক না কেন, আইনি জটিলতা মেটার পরই তিনি নয়া প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাবেন। আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী, প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের জন্য মেক্সিকোর গুরুত্ব অনেক।
আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ডোনাল্ড-মেলানিয়া ট্রাম্পের
কিন্তু ট্রাম্পের জামানায় অভিবাসন সংক্রান্ত সংঘাতের জেরে ওয়াশিংটন-মেক্সিকো সিটির সম্পর্ক খারাপ হয়। বিডেন ক্ষমতায় এলেও সেই সংঘাত মিটবে কি না তা সময়ই বলবে। কিন্তু এখনই উচ্ছ্বাস দেখাতে চায় না মেক্সিকো। লোপেজ জানিয়েছেন, “আইনি জটিলতা আগে মিটুক। তারপর শুভেচ্ছা জানানোর কথা ভাবব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584