আকাশে ডবল ধামাকা

0
508

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

একটা নয়। এবার ধারাবাহিক প্রিয় দর্শকের জন্য থাকছে দুটো চমক। একই টেলিভিশন চ্যানেলে বাংলার সংস্কৃতি, বাংলা লোক-ইতিহাস, বাংলার পরম্পরার গল্প নিয়ে আসছে ‘মেয়েদের ব্রতকথা’ ও ‘ইকির মিকির’। একসময় বাংলায় ঘরে ঘরে মা-ঠাকুমার মুখে মুখে ব্রতকথা প্রচারিত হত। পরবর্তীতে এল বই। এখন পঞ্জিকার সঙ্গে সঙ্গে ব্রতকথার বই থাকে বাঙালি গৃহস্থের ঘরে ঘরে। প্রজন্ম যত এগিয়ে যায়, সময়ও বদলে যায়। তাই এবার টেলিভিশনেও আসছে ‘মেয়েদের ব্রতকথা’।

Meyeder Bratakatha
ছবি: সংগৃহীত

প্রথমবার, বাঙালির ঘরে ঘরে প্রচলিত ব্রতকথার বাস্তবরূপকে দর্শকের দরবারে হাজির করবেন পরিচালক সুমন রায়। ‘মেয়েদের ব্রতকথা’র বিভিন্ন পর্বে দেখা যাবে ‘মা ষষ্ঠীর ব্রতকথা’, ‘জন্মাষ্টমীর ব্রতকথা’, ‘একদশী ব্রতকথা’র মতো বেশ কয়েকটি ব্রতকথা। যেগুলি আধুনিক প্রজন্মকে বাংলার লোক-ইতিহাস, লোক-সংস্কৃতির সঙ্গে পরিচয় করাবে। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে দোলন রায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, সৌপ্তিক চক্রবর্তী, তিতলি আইচ সহ অন্যান্যদের।

Pinki Banerjee
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, একই টেলিভিশন চ্যানেলে আরেকটি স্লটে আসছে ‘ইকির মিকির’। সাহিত্যক সমরেশ মজুমদারের ‘তনু অতনু সংবাদ’ থেকে নেওয়া হয়েছে এই ধারাবাহিকের গল্পটি। প্রতিমা আর সত্যের বিয়ে দেখতে হলে ‘ইকির মিকির’-এর খোঁজ রাখতেই হবে দর্শককূলকে।

Ikir Mikir
ছবি: সংগৃহীত

সুশান্ত বোস পরিচালিত এই ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমাশ্রী ভট্টাচার্য ও সপ্তর্ষী রায়-কে। এছাড়াও, এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, সঞ্জীব সরকার, মৌসুমী কর চ্যাটার্জি সহ আরও অনেককে।

Laboni Sarkar
লাবণী সরকার

আরও পড়ুনঃ কলেজে ভর্তি হলেন কনীনিকা

তাহলে দর্শকবৃন্দ! আর বিলম্ব নয়। একঘন্টায় ডবল ধামাকা দেখতে হলে এবার থেকে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Tele serial
ছবি: সংগৃহীত

কারণ, আগামী ১৬ অগাস্ট থেকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘আকাশ আট’-এ সন্ধে সাড়ে ছ’টায় বাংলার লোক-ইতিহাস, লোক-পরম্পরা নিয়ে আসছে ‘মেয়েদের ব্রতকথা’ ও সন্ধে সাতটায় এক দুরন্ত মেয়ের গল্প নিয়ে আসছে ‘ইকির মিকির’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here