নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ঘিরে বিতর্কের পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, ওই সংস্থার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই সরকারের তরফে বন্ধ করা হয়নি। বরং, মিশনারিজ অব চ্যারিটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে নিজেরাই অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়েছিল। তবে সাহায্য হিসেবে বিদেশি মুদ্রা নেওয়ার জন্য কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়নি ওই সংস্থাকে। এভাবেই সমস্ত অভিযোগ ওড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও প্রথম থেকেই এ বিষয়ে কোনরূপ মন্তব্য করেনি কলকাতার মাদার হাউজ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আজ সোমবার দুপুরে এমন খবর জানা যায় যে, মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে ওই সংগঠন কোনও রকম আর্থিক লেনদেন করতে পারছে না। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই বিস্ময় প্রকাশ করে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity in India!
Their 22,000 patients & employees have been left without food & medicines.
While the law is paramount, humanitarian efforts must not be compromised.
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021
এ বিষয়ে টুইট করেন, “ক্রিসমাসের দিন মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির সবকটি ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমি বিস্মিত। অন্তত ২২ হাজার কর্মী ও রোগী ওষুধ পাচ্ছে না। আইন সবার আগে হলেও মানবিক কাজ বন্ধ করে দেওয়া উচিত নয়।”
MHA says the renewal application under Foreign
Contribution Regulation Act (FCRA) for renewal of FCRA registration of Missionaries of Charity (MoC) was refused on 25 Dec for not meeting eligibility conditions under FCRA 2010 & Foreign Contribution
Regulation Rules (FCRR), 2011.— ANI (@ANI) December 27, 2021
যদিও দিনের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড়পত্র প্রয়োজন তার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়ে গিয়েছে। যারা বিদেশ থেকে অনুদান পায় তাদের প্রত্যেক বছর হিসেব দাখিল করতে হয় আর সেই হিসেব সংক্রান্ত তথ্যতে কিছু ভুল থাকায় তা সংস্থার কাছে ফেরত পাঠানো হয়। ফলে গত ২৫ ডিসেম্বর ছাড়পত্রের পুনর্নবিকরণ আটকে যায়। তারপর সংস্থাই জানায় নতুন করে নথি জমা করার আগে পর্যন্ত তাদের অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হোক। যদিও বিষয়ে অবশ্য মাদার হাউজের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মাদার টেরিজার সংস্থার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, সরব বাংলার মুখ্যমন্ত্রী
After a filthy hit job on Mother Teresa’s Missionaries of Charity on December 25,now MHA doing what it does best: SPIN DOCTORING & a COVER UP.
India has an Opposition that will fight the good fight. And I have a leader who will always stand up for the oppressed @MamataOfficial
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 27, 2021
কেন্দ্র সরকারের এই প্রতিক্রিয়ার পর এ বিষয়ে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির সঙ্গে এই ঘৃণ্য ঘটনার পর পাল্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেটা তারা ভালোই পারে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আমাদের একজন নেত্রী রয়েছেন যিনি সর্বদা এই ধরনের ঘটনায় সরব হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584