নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সিএএ কার্যকর করার প্রক্রিয়া শুরু কেন্দ্রের! অ-মুসলিম উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্রমন্ত্রক।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসে মে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও ক্রিস্টান ধর্মাবলম্বীরা গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও হরিয়ানায় বসবাস করছেন তাঁরা এখন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
MHA invites applications for Indian citizenship from non-Muslim refugees from Afghanistan, Pakistan, Bangladesh living in 13 districts: order
— Press Trust of India (@PTI_News) May 28, 2021
কেন্দ্র জানিয়েছে নাগরিকত্ব আইন (১৯৫৫)-র ১৬ ধারা প্রদত্ত ক্ষমতা অনুযায়ী সরকার এই নির্দেশিকা জারি করেছে; আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী নথিভুক্তিকরণ ও ৬ ধারা অনুযায়ী স্বাভাবিক নাগরিকত্বের আবেদন করা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584