ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা আবহে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন এবার প্রধানমন্ত্রীর বক্তৃতা, ২১-গান স্যালুট, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ত্রিরঙ্গা বেলুন ওড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে।
শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য, জেলা, এমনকি পঞ্চায়েত স্তরেও কিভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হবে তার বিস্তারিত গাইডলাইন বেধে দিয়েছে।
গাইডলাইন অনুসারে এবারের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের প্রাধান্য দিয়ে সংবর্ধনা হবে। এমনকি করোনা যুদ্ধে জয়ী রোগীদেরও সম্মান জানানো যেতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সরকারের বিভিন্ন শাখাকে ১৫ই আগস্ট ‘আত্মনির্ভর ভারত’ -এর ধারণা ও প্রচারের জন্যও নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:দেশে করোনায় মৃত ৩০ হাজারের বেশি, একদিনে আক্রান্ত প্রায় ৫০ হাজার
এছাড়াও গাইডলাইনে বলা হয়েছে স্বল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে উদযাপিত হবে এবারের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিও টেলিকাস্টের ব্যবস্থা করা যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584