লকডাউনে কর্মীদের বেতন দেওয়া আর বাধ্যতামূলক থাকল না: কেন্দ্র সরকার

0
1195

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

নিজস্ব চিত্র

লকডাউনে কর্মীদের বেতন দেওয়া আর বাধ্যতামূলক থাকলো না। স্বরাষ্ট্রমন্ত্রক গত ২৯শে মার্চের এই বিষয়ক  নির্দেশ ফিরিয়ে নিল।

গত ২৯শে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রক মালিকপক্ষকে লকডাউন চলাকালীন কাজ বন্ধ থাকলেও কর্মীদের পুরো বেতন দেওয়ার নির্দেশ দেয়।

বেশ কিছু শিল্প সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকার বিরোধিতা করে জানায় যে তারা তাদের কর্মীদের সময়মতো বেতন দিতে পারবে না, কারণ ব্যবসা বন্ধ থাকায়, আর্থিক কর্মকাণ্ডও বন্ধ রয়েছে। বেশ কিছু শিল্প সংস্থা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। এমনকি শীর্ষ আদালত কেন্দ্র সরকারকে মালিকপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করে।

আরও পড়ুন:লকডাউনে কর্মীদের বেতন কাটলেও মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ সুপ্রিম কোর্টের

তারপরেই লকডাউনের  চতুর্থ পর্যায়ের বিধিনিষেধে এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্তক।শুধুমাত্র তাই নয়, লকডাউন পিরিয়ডে ছাত্র-ছাত্রী বা পরিযায়ী শ্রমিকদের কোনো বাড়ির মালিক যদি বের করে দেয় তাহলে বাড়ি মালিকের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল তা থেকেও পিছিয়ে আসে কেন্দ্রী সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here