রেকর্ড গড়ে পাঞ্জাব ম্যাচ পকেটে পুরলেন রোহিত

0
70

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

হিট রোহিত শো। বেঙ্গালুরু ম্যাচ হেরে গেলেও পাঞ্জাবের বিরুদ্ধে জিতে জয়ের সরণিতে ফিরলো মুম্বই ইন্ডিয়ান্স। বলা ভালো, ফেরালেন তাঁদের অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাটে ভর করেই এলো, কেল্লা ফতে করলো মুম্বই। টস জিতে বোলিং নেয় পাঞ্জাব।

Rohit Sharma | newsfront.co

মুম্বইয়ের ডি কক রানের খাতা খুলতে পারেন নি, তাড়াতাড়ি ফেরেন সূর্য যাদবও। তবে রোহিত ঝড় জারি ছিল পাঞ্জাব বোলিংয়ের বিরুদ্ধে, তাকে সঙ্গ দেন ঈশান কিষান। রোহিত মারেন আটটি বাউন্ডারি ও তিনটে ওভার বাউন্ডারি।

IPL | newsfront.co

সুরেশ রায়না, বিরাট কোহলির পর আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন ‘হিটম্যান’। ৪৫ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুনঃ মাভি-নাগরকোটিতে মুগ্ধ কার্তিক

মিডল অর্ডারে এসে দেখা যায় পোলার্ড করেন ৪৭। হার্দিক পান্ডিয়া করেন ৩০। মুম্বই তোলে ২০ ওভারে ১৯১, ৪ উইকেট হারিয়ে। জবাবে পাঞ্জাব টপ অর্ডার থেকে মিডল অর্ডার কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মুম্বই পেস বোলার দের সামনে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৩। পয়েন্ট টেবিলে প্রথমে চলে এল মুম্বই। পরপর ম্যাচ হেরে চাপে প্রীতির পাঞ্জাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here