অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে কুলদীপ যাদবকে না দেখতে পেয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বললেন, ‘‘এটা হাস্যকর সিদ্ধান্ত।’’চোটের কারণে দল থেকে অক্ষর পটেল ছিটকে যাওয়ার পরে শাহবাজ নাদিম এবং রাহুল চাহারকে নেওয়া হয়েছে। যা দেখে বিস্মিত মাইকেল ভনের টুইট, ‘‘কুলদীপকে ভারতের না খেলানো হাস্যকর সিদ্ধান্ত। ও যদি ঘরের মাঠেই না খেলতে পারে, তা হলে কোথায় খেলবে?’’
কেন কুলদীপকে বাদ দেওয়া হল তা নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৮-১৯ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে অন্যতম সফল স্পিনার ছিলেন কুলদীপ। চেন্নাইয়ে দল নির্বাচন প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘কুলদীপ সাম্প্রতিক কালে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। এ বার দেশের মাটিতে বেশ কিছু ম্যাচ খেলবে ভারত। কাজেই ওর কথা মাথায় রয়েছে। কুলদীপ দক্ষ স্পিনার। আগের চেয়ে এখন অনেক ফিট। বোলিংও অনেক উন্নত হয়েছে।’’
আরও পড়ুনঃ সবাই ঐক্যবদ্ধ হতে হবে কৃষক আন্দোলন প্রসঙ্গে বললেন কপিল
তবে বিরাটের এই মন্তব্যে চিঁড়ে ভিজছে না। মহম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘‘নিজেকে শক্ত রাখো কুলদীপ।’’ প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়াও টুইটে লেখেন, ‘‘প্রথম একাদশে কুলদীপ নেই। তা হলে ওর কাজটা কী? অশ্বিন, জাডেজা দলে থাকার সময়ে সুযোগ পায়নি। এখন জাডেজা নেই। ভারত ঘরের মাঠে খেলছে। তা হলে কুলদীপ খেলবে কোথায়?’’
আরও পড়ুনঃ আইপিএলের নিলামে নাম উঠলো সচিন পুত্রের, ফিরছেন শ্রীশান্ত
প্রাক্তন পেসার ডোডা গণেশের টুইট, ‘‘গাব্বায় নেট বোলারকে খেলিয়ে দেওয়া হল কুলদীপকে দলে না রেখে। চেন্নাইয়ে স্ট্যান্ড-বাই বোলার খেলে ফেলল, তখনও কুলদীপের সুযোগ এল না। দেখে মনে হচ্ছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কুলদীপের প্রতি আস্থা নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584