নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মাইক্রোসফট আগেই জানিয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি উইন্ডোজ ৭ এর সাপোর্ট বন্ধ করবে। ঘোষণা অনুযায়ী আজ, ১৪ জানুয়ারি থেকে এই উইন্ডোজ ৭ সিস্টেমের আর সাপোর্ট দেবে না মাইক্রোসফট।
অর্থাৎ উইন্ডোজ ৭ ইন্সটল করা মেশিনগুলিতে উইন্ডোজ ৭ এর আপডেট পাওয়া যাবে না। কিন্তু তার মানে এই নয় যে মেশিনে আর উইন্ডোজ ৭ রান করবে না। শুধুমাত্র উইন্ডোজের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। ফলে হ্যাকারদের মেশিন থেকে তথ্য হ্যাক করা সহজ হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে লঞ্চ করেছিল উইন্ডোজ ৭। কোম্পানির তরফে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ ১০ এ আপগ্রেড হতে বলা হচ্ছে।
এখন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ এ সরাসরি আপগ্রেড করতে পারবেন বিনামূল্যে।
আরও পড়ুনঃ হুন্ডাই-উবারের মিলিত প্রয়াসে আসছে ‘উড়ন্ত ট্যাক্সি’
তবে এর জন্য আপনার পিসির উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ এর লাইসেন্সড বা জেনুইন কপি থাকা দরকার। এছাড়াও ইন্টারনেট সংযোগ এবং ডিস্কে প্রায় ৫০ জিবি ফ্রি স্টোরেজ স্পেস থাকতে হবে। এরপরে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে হবে–
▪আপনার কম্পিউটার থেকে ‘https://www.microsoft.com/en-us/software-download/windows10’ সাইটে যেতে হবে।
▪এখানে ‘Download tool now’ ক্লিক করে আপনি Media Creation Tool কিনতে পারেন।
▪এবার সফটওয়্যারকে Run করুন এবং Next বাটনে ক্লিক করুন।
▪এরপর আপনাকে অন স্ক্রিন ইনস্ট্রাকশন অনুসরণ করতে হবে এবং ‘what do you want to do?’ সেকশনে আপনাকে ‘Upgrade this PC now’ অপশন সিলেক্ট করতে হবে।
▪ডাউনলোড এবং ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনার মেশিন বন্ধ হয়ে পুনরায় চালু হবে এবং ইনস্টলেশনটি সমাপ্ত হবে।
▪এর পরে, আপনি উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট করতে সেটিংস> আপডেট এবং তারপর সিকিউরিটি> অ্যাক্টিভেশনে গিয়ে পিসি কনফিগার করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584