আজ থেকে বন্ধ উইন্ডোজ ৭-এর সাপোর্ট, আপগ্রেডেশন জারি উইন্ডোজ ১০ এ

0
84

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মাইক্রোসফট আগেই জানিয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি উইন্ডোজ ৭ এর সাপোর্ট বন্ধ করবে। ঘোষণা অনুযায়ী আজ, ১৪ জানুয়ারি থেকে এই উইন্ডোজ ৭ সিস্টেমের আর সাপোর্ট দেবে না মাইক্রোসফট।

অর্থাৎ উইন্ডোজ ৭ ইন্সটল করা মেশিনগুলিতে উইন্ডোজ ৭ এর আপডেট পাওয়া যাবে না। কিন্তু তার মানে এই নয় যে মেশিনে আর উইন্ডোজ ৭ রান করবে না। শুধুমাত্র উইন্ডোজের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। ফলে হ্যাকারদের মেশিন থেকে তথ্য হ্যাক করা সহজ হবে।

microsoft windows | newsfront.co
চিত্র সৌজন্যঃ মাইক্রোসফট

উল্লেখ্য, ২০০৯ সালে লঞ্চ করেছিল উইন্ডোজ ৭। কোম্পানির তরফে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ ১০ এ আপগ্রেড হতে বলা হচ্ছে।

এখন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ এ সরাসরি আপগ্রেড করতে পারবেন বিনামূল্যে।

আরও পড়ুনঃ হুন্ডাই-উবারের মিলিত প্রয়াসে আসছে ‘উড়ন্ত ট্যাক্সি’

তবে এর জন্য আপনার পিসির উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ এর লাইসেন্সড বা জেনুইন কপি থাকা দরকার। এছাড়াও ইন্টারনেট সংযোগ এবং ডিস্কে প্রায় ৫০ জিবি ফ্রি স্টোরেজ স্পেস থাকতে হবে। এরপরে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে হবে–

▪আপনার কম্পিউটার থেকে ‘https://www.microsoft.com/en-us/software-download/windows10’ সাইটে যেতে হবে।

▪এখানে ‘Download tool now’ ক্লিক করে আপনি Media Creation Tool কিনতে পারেন।

▪এবার সফটওয়্যারকে Run করুন এবং Next বাটনে ক্লিক করুন।

▪এরপর আপনাকে অন স্ক্রিন ইনস্ট্রাকশন অনুসরণ করতে হবে এবং ‘what do you want to do?’ সেকশনে আপনাকে ‘Upgrade this PC now’ অপশন সিলেক্ট করতে হবে।

▪ডাউনলোড এবং ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনার মেশিন বন্ধ হয়ে পুনরায় চালু হবে এবং ইনস্টলেশনটি সমাপ্ত হবে।

▪এর পরে, আপনি উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট করতে সেটিংস> আপডেট এবং তারপর সিকিউরিটি> অ্যাক্টিভেশনে গিয়ে পিসি কনফিগার করতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here