নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূল নেতা তথা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক দুর্নীতি ও মিডডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে স্কুল গেটের বাইরে পোস্টার লাগালো কেও বা কারা। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বিদ্যালয়ের মেন গেটের দেওয়াল সহ গোটা এলাকায় এই দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার ছড়নো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন দুর্নীতির পোস্টার পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।অভিযোগ, রাজ্য জুড়ে যেখানে বিদ্যালয় গুলিতে অ্যাডমিনিস্টেটর নিয়োগ প্রক্রিয়া বলবৎ হয়েছে, সেই যায়গায় মারিশদা বিজয়কৃষ্ণ জাগ্রিহী বানীপিঠে কৌশল করে এখনও ম্যানেজিং কমিটি চালু রাখা হয়েছে।
আরও পড়ুনঃ মুখ ফিরিয়েছে জনপ্রতিনিধিরা, জল নিকাশির কাজে হাত লাগালো গ্রামবাসীরা
সম্প্রতি কমিটির নির্বাচনও ঘটাকরে করা হয় এবং রাতারাতি একতরফা বেআইনি ভাবে তৃণমূল পরিচালিত বিদ্যালয়ের কমিটি গঠন করা হয় বলে অভিযোগ। এই নতুন কমিটি আবার সম্প্রতি গ্রূপডি কর্মী নিয়োগ করে, যা সম্পূর্ণ অবৈধ বলেও অভিযোগ।
বাম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, “নিয়োগ প্রক্রিয়ার বোর্ডে যারা ছিলেন তাদের নিকট আত্মীয়দের নিয়োগ করা হয়েছে। যেমন প্যানেল বোর্ডে ছিলেন প্রধান শিক্ষক,তার ছেলেকেই নিয়োগ করা হয়েছে চাকরিতে যা সম্পূর্ণ বেআইনি।” এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার বিজেপির নেতৃত্বরাও।
কমিটির সম্পাদক মানিক দলাই বলেন,”রাতের অন্ধকারে কে বা কারা একাজ করেছে তা জানা নেই। তবে এটি মিথ্যে অভিযোগ।” প্রধান শিক্ষক দুলাল রায়কে উত্তেজিত অভিভাবক ও গ্রামবাসীরা ঘিরে ধরার চেষ্টা করলে বিদ্যালয়ের পেছন গেট দিয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584