অনির্বাণ দে,মুর্শিদাবাদ:
কোথাও চাল খারাপ, কোথাও ডালে পোকা ধরেছে। কোথাও বা হিসেবের খাতায় বিস্তর গরমিল ধরা পড়েছে। আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আজ আগাম সতর্ক করেই জেলার ৮,৬৭১টি ICDS কেন্দ্র নিরীক্ষণে ঝাঁপিয়ে পড়েন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক নিজে বেলডাঙা-১ ও ২ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করেন।সুসংহত শিশু বিকাশ (ICDS) প্রকল্পের সঙ্গে জড়িত ৫৭১ জনকে শোকজ় করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। একই দিনে জেলার ৮,৬৭১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক সাংবাদিক বৈঠকে জানান জেলাশাসক পি উলগানাথন। শোকজ়ের তালিকায় রয়েছেন দুই শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এক BDO সহ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও সুপারভাইজ়ার। এক ঠিকাদারকেও শোকজ় চিঠি ধরানো হয়েছে। খাবারের গুণগত মান, হিসেবের গরমিল, ঠিকভাবে স্কুল না চালানো সহ একাধিক অভিযোগে তাঁদের শোকজ় করা হয়েছে। একদিনের এই “নিরীক্ষণ” অভিযানে জেলাশাসক ছাড়া জেলার ২৬৮৫ জন আধিকারিক সামিল ছিলেন। দু’মাসের মধ্যে ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিরীক্ষণ করা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।
সাংবাদিক বৈঠক ডেকে জেলাশাসক বলেন, “ICDS কেন্দ্রগুলিতে খুবই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। যা শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584