নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কালো বাজারে বিক্রি হওয়ার আগেই মিড-ডে মিলের লরি ভর্তি চাল উদ্ধার করা হল লালগোলায়।সরকারী বরাদ্দ মিড-ডে মিলের চাল চুপিসারে কালোবাজারে অন্যত্র চড়া দামে বিক্রির আগেই পুলিশের জালে পাকড়াও লরি ভর্তি চাল। বৃহস্পতিবার এই ঘটনায় লালগোলা পাহাড়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত আয়নাল হক পলাতক। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে লালগোলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, চাল পাচারে অভিযুক্ত আয়নাল গোডাউন থেকে মোট ৩৮০ বস্তা মিড -ডে মিলের চাল চুপিসারে জঙ্গিপুরে খোলা বাজারে বিক্রির জন্য ফন্দি করে।
আরও পড়ুন: ফের হাতির হানায় বৃদ্ধার মৃত্যু মাদারিহাটে
সেইমতো ট্রাক ভাড়া করে ওই চাল লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের ওপর দিয়ে পাচার করা হচ্ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ সেই ট্রাক ভর্তি বিপুল চাল উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় গ্রেফতার করা হয় লরি চালককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584