অঙ্গনওয়াড়ি স্কুলে দুর্নীতির অভিযোগ ডায়মন্ডহারবারে, বিক্ষোভ গ্রামবাসীদের

0
136

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

অঙ্গনওয়াড়ি স্কুলে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল অভিভাবক থেকে সকল গ্রামবাসীরা। খাদ্যদ্রব্য নিম্ন মানের পাশাপাশি কিলো প্রতি ওজনে কমদেওয়ায় হাতে নাতে শিক্ষিকাকে ধরল গ্রামবাসীরা।

Anganwadi Centre | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানকে জানিয়ে আজও মেলেনি সমাধান। বাধ্য হয়ে ওই অঙ্গনওয়াড়ি ঘেরাও করে অভিভাবক থেকে গ্রামবাসীরা। ডায়মন্ডহারবার দুনম্বর ব্লকের রামনগর থানার মাথুর গ্রাম পঞ্চায়েতের খোলাখালি গ্রামে ঘটেছে ঘটনা।

Anganwadi school | newsfront.co
সন্তান কোলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েরা। নিজস্ব চিত্র

অভিযোগ, দীর্ঘদিন ধরে ৪১নং বুথের অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা সুজাতা মাঝি স্কুল পরিচালনার দায়িত্বে আছেন। চল্লিশ থেকে পঞ্চাশজন ক্ষুদে পড়ুয়ার সঙ্গে গর্ভবতী মায়ের সংখ্যা সত্তর থেকে আশি জন। তাদের খিচুড়ি খাওয়ানো থেকে শুরু করে খাদ্য দ্রব্য হিসেবে চাল ডাল আলু ছাতু দেওয়ার কথা।

আরও পড়ুনঃ আর্থিক প্রতিবন্ধকতা জয় করে রাজ্যস্তরের খেতাবই লক্ষ্য বডি বিল্ডার হালিমের

Parents protest | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু জিনিস দিলেও তা পরিমাণে অনেক কম আর নিম্ন মানের। ফলে ক্ষোভ বাধে সাধারণের মধ্য। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে পাল্টা অভিযোগ অভিযুক্তের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here