নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বুধবার তিনটি পর্যায়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত তিন দফায় সামাজিক দূরত্ব মেনে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে পুরসভা অফিসে পুর এলাকার অন্তর্গত ৩৬ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ টি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে মিড-ডে-মিল বিভাগের বিজ্ঞানসম্মত জিনিস তুলে দেওয়া হয়।
এরমধ্যে ছিল হ্যান্ড স্যানিটাইজার, ভিম সাবান, স্কচবাইট, ব্লিচিং পাউডার, ফিনাইল, হাত মোছার তোয়ালে প্রভৃতি। স্কুল কর্তৃপক্ষের হাতে এগুলি তুলে দেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য কাউন্সিলররা।
আরও পড়ুনঃ দুর্গতদের পাশে দাঁড়াতে রাস্তায় লালপার্টি
মিড-ডে-মিল ইনচার্য গৌর দাস মহন্ত, সৌমজিৎ ভট্টাচার্য্য এবং স্যানিটারি ইন্সপেক্টর সুদেব দাস জানান, স্কুল খোলার আগে স্কুলে যথাযথভাবে স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। তাছাড়া যখন স্কুল চালু হবে তখন ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার আগে ও পরে যাতে নিয়ম মেনে হাত ধোয়া ও খাওয়ার বাসনপত্রগুলি স্বাস্থ্য সন্মতভাবে পরিস্কার করা হয়, সেকারণে এগুলি স্কুলে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584