দিল্লি দাঙ্গা: মধ্যরাতে শুনানি, আহতদের নিরাপদে হাসপাতাল পৌঁছে দেওয়ার নির্দেশ

0
310

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

দিল্লি দাঙ্গায় আহতদের চিকিৎসার জন্য নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার আবেদনে সাড়া দিতে মাঝরাতে জরুরী ভিত্তিতে শুনানি হল দিল্লি হাইকোর্টে।

ছবি সৌজন্যে: livelaw

মুস্তাফাবাদে অবস্থিত আল হিন্দ হাসপাতালে আধুনিক চিকিৎসার  অভাব রয়েছে। সেখানে দাঙ্গায় আহত হয়ে ভর্তি ছিলেন প্রায় ২০জন। আধুনিক চিকিৎসার অভাবে তাদের অবস্থা ছিল করুন। সেই হাসপাতাল থেকে দিলসাবাদের জিটিবি হাসপাতালে ওই রোগীদের নিরাপদে স্থানান্তরের জন্য আবেদন করা হয় দিল্লি হাইকোর্টে।

ছবি সৌজন্যে: livelaw

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে  সিনিয়র বিচারপতি জাস্টিস জি এস সিস্তানির নির্দেশে জাস্টিস এস মুরলীধর ও জাস্টিস অনুপ জয়রাম ভাম্ভানির বেঞ্চ জরুরী ভিত্তিতে জাস্টিস মুরলীধরের বাড়িতেই শুনানি শুরু করে।

ছবি সৌজন্যে: live law

আবেদনকারীদের তরফ থেকে এডভোকেট সুরুর মান্দার আল হিন্দ হসপিটালে আটক দাঙ্গায় আহতদের করুন অবস্থা ফোনালাপের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করেন লাউড স্পিকারের মাধ্যমে। কথা হয় উপস্থিত ডাক্তারের সঙ্গেও। হাসপাতালে উপস্থিত ডঃ আনোয়ার ফোনে জানান সেখানে ২জন মৃত ও প্রায় ২২ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা স্থানান্তরের জন্য ২৫ তারিখ বিকেল ৪টে থেকে পুলিশি সহায়তা চেয়ে বিফল হয়েছে।

শুনানিতে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের বিশেষ আধিকারিক সঞ্জয় ঘোষ, ডিসিপি (ক্রাইম) রাজেশ দেও। ডিসিপি ডঃ আনোয়ারকে ডিসিপি ( ইস্ট) দীপক গুপ্তার ফোন নাম্বার দেন একইসঙ্গে ডিসিপি (ইস্ট) দীপক গুপ্তাকে আল হিন্দ হসপিটালে পৌঁছে যেতে বলেন।

শুনানির পর কোর্ট দাঙ্গায় আহতদের সুচিকিৎসার জন্য জিটিবি, এলএনজেপি, মওলানা আজাদ অথবা অন্য যে কোন সরকারি হসপিটালে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন দিল্লি পুলিশকে। ঐ বেঞ্চ দিল্লি পুলিশকে বেলা ২:১৫’ য় ঐ রোগীদের সু চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা তার রিপোর্টও পেশ করতে বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here