প্রশিক্ষণ চলাকালীন আরবসাগরে ভেঙে পড়ল নৌবাহিনীর যুদ্ধ বিমান

0
109

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রশিক্ষণ চলাকালীন মাঝ সমুদ্রে ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। শুক্রবার নৌবাহিনীর তরফে জানান হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এই দুর্ঘটনায় এক বিমানচালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি তাঁর সঙ্গীর।

Fighter jet | newsfront.co
প্রতীকী চিত্র

আরবসাগরের যে অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে সেখানে ওই বিমান চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। নৌবাহিনীর তরফে দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চন্দ্রপৃষ্ঠে নুড়িপাথর-মাটি সংগ্রহ করার জন্য রোবটিক্স মহাকাশ যান পাঠাল চিন

নৌবাহিনী সূত্রে খবর, গতকাল বিকেলে ভারতের একমাত্র যুদ্ধবিমান বহনকারী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যের ডেক থেকে ওড়ে রাশিয়ার তৈরি যুদ্ধবিমানটি। কিছু পরেই সেটি সাগরের বুকে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত ২ জওয়ান

সম্প্রতি মালাবার উপকূলে চতুর্দেশীয় নৌ-মহড়াতেও এই বিমানটি অংশগ্রহণ করেছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আইএসি বিক্রান্তেও এর পর এই ধরনের বিমান রাখার পরিকল্পনা করেছে ভারতীয় নৌসেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here