একবছরে চতুর্থবার দুর্ঘটনার কবলে মিগ-২১, রাজস্থানের বারমেঢ়েতে ভেঙ্গে পড়ে বিমানটি

0
46

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রশিক্ষণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার একটি মিগ- ২১ বিমান বাইসন জেট। রাজস্থানের বারমেঢ়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে কোন ক্রমে বেরিয়ে প্রাণ বাঁচাতে সমর্থ হন পাইলট।

MIG21
সৌজন্যেঃ এএনআই

বুধবার সন্ধ্যাবেলা বারমেঢ়ের মাতাসার ভুরতিয়া গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার ওই মিগ-২১ বাইসন জেট। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আজ উড়ান শুরু করার পরই মিগ-২১ বাইসন জেটটিতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আর তার ফলেই ভেঙেপড়ে জেটটি।

আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর হরিয়ানায় পুনরায় খুলছে স্কুলের দরজা

পুলিশ সুত্রে জানা গিয়েছে ,বায়ুসেনার এই জেট বিমানটি ভেঙে পড়ে একটি কুঁড়ে ঘরের ওপর। বিমানটি ভেঙ্গে পড়ার পর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের একটি কুঁড়ে ঘর। তবে আহত হননি কোন গ্রামবাসী। দুর্ঘটনার কারণ উদ্ধারে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।২০২১ সালে এই নিয়ে মোট ৪ বার দুর্ঘটনায় কবলে পড়ল মিগ-২১ জেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here