নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ও এল এক্স-এ কারগিলে ব্যবহৃত যুদ্ধ বিমান বিক্রির বিজ্ঞপন! দাম ধার্য্য করা হয়েছে ১০ কোটি টাকা। চোখ কপালে উঠলেও এটাই সত্যি। পুরনো মোবাইল সেটই হোক বা চেয়ার-টেবিল। মোটর সাইকেল হোক বা মোটর গাড়ি। এমনকি ফ্ল্যাট-বাড়ির বিজ্ঞাপনও দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু তাই বলে যুদ্ধ বিমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমনটাই হল এবার।
কারগিল যুদ্ধে ব্যবহৃত একটি মিগ বিমান বিক্রির বিজ্ঞাপন দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। জানা গিয়েছে, ওই বিজ্ঞাপনে ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত মিগ-২৩ বিক্রির কথা প্রকাশিত হয়েছিল। যে যুদ্ধ বিমানটির কথা বিজ্ঞাপনে বলা হয়েছে, সেটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে।
২০০৯ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে একটি মিগ বিমান উপহার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। মিগ-২৩বিএন নামে ওই যুদ্ধবিমানটি বর্তমানে ওএলএক্স -এ বিক্রির অপেক্ষায়। কেউ বা কারা ওই মিগ বিমানটির ছবি দিয়ে সেটিকে বিক্রির জন্য নথিভুক্ত করে দিয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজীরাও পাটিল
বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এমন কোনো বিজ্ঞাপন তারা দেননি। এই বিজ্ঞাপনের পেছনে কার হাত রয়েছে, তা জানতে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালের কোনও পড়ুয়াই এই কাজটি করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584