ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
গুজরাটের সুরাটে লকডাউন উপেক্ষা করে পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগে কমপক্ষে ৯৩ জন পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সুরাটের গণেশ নগর ও তিরুপতি নগর এলাকায় প্রায় ৫০০ জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার যানবাহনের দাবিতে রাস্তায় নেমে পড়ে বলে জানিয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ বিধি চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে সুরাটের পান্ডাসারার ওই দুই এলাকায় উত্তর প্রদেশ ও বিহার থেকে আসা শ্রমিকেরা টেক্সটাইল ও পাওয়ার লুমের কাজ করে। বিধি চৌধুরী বলেন, ‘পুলিশ যখন তাদের ঘরের ভেতরে থাকার জন্য আশ্বস্ত করার চেষ্টা করে, তারা সুরক্ষা কর্মীদের ওপর পাথর ছুড়তে শুরু করে। এতে বেশকিছু পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।” শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩০শেল কাঁদানে গ্যাসও ছুড়তে হয়।
⚠️Indian police fire tear gas on jobless workers defying coronavirus lockdown ⚠️
Surat: A group of more than 1,000 migrants clashed with the police in Vadod area of Pandesara in the city late on Sunday night. The group was demanding permission to go to their native places. pic.twitter.com/2IMQbAMRcd— Conseils Ouvriers (@contre_capital) March 30, 2020
(উপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও, নিউজফ্রন্ট কর্তৃপক্ষ এই ভিডিও যাচাই করে দেখেনি)
৫০০ জনের সেই ভিড়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে যে রবিবার সন্ধ্যা ও সোমবার মিলিয়ে মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দাঙ্গা, পুলিশের উপর আক্রমণ, জনগণের সম্পত্তি নষ্ট ও মহামারী আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584