ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশব্যাপী লকডাউনের মাঝেই পরপর দুদিন গুজরাটের সুরাটে রাস্তায় নামল শ্রমিকরা। সংবাদ সস্থা টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে ,অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ডিজে চাউভদা জানান যে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক বুধবার বিকেল চারটের দিকে সুরাটের পান্ডুল এলাকার ভেদ রোডে জমায়েত করে খাবারের ব্যাপারে অভিযোগ করে।
Hundreds of migrant workers gather on streets of Surat in Gujarat for second consecutive day on Wednesday over issues related to food being served to them. #COVID_19 #lockdown
— Press Trust of India (@PTI_News) April 15, 2020
বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশ প্রমূখ রাজ্য থেকে আসা প্রচুর পরিযায়ী শ্রমিক সুরাটের পান্ডোল এলাকায় কারোনা লকডাউনে আটকে পড়েছেন।উল্লেখ্য, মঙ্গলবার সুরাটেরই ভারাচাহা এলাকায় শ্রমিকদের জমায়াতে দেশব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Migrant Workers in Surat Take to Streets Again Amid Coronavirus Lockdown, Complain Over Quality of Food Being Served to Them #Surat #Gujarat #Coronavirus #COVID19 https://t.co/A6LsRFrL5w
— LatestLY (@latestly) April 15, 2020
এর আগেও লকডাউনের মাঝেই সুরাটের গণেশ নগর ও তিরুপতি নগর এলাকায় প্রায় ৫০০ জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার যানবাহনের দাবিতে রাস্তায় নামে।সেই সময় মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দাঙ্গা, পুলিশের উপর আক্রমণ, জনগণের সম্পত্তি নষ্ট ও মহামারী আইনের আওতায় অভিযোগ আনা হয়।
আরও পড়ুন:সুরাটে পুলিশের উপর চড়াও শ্রমিকরা, গ্রেফতার ৯৩
Hundreds of migrant workers gather on streets of Surat in Gujarat for second consecutive day on Wednesday over issues related to food being served to them. #COVID_19 #lockdown (PTI) pic.twitter.com/LggMekneNR
— Janta Ka Reporter (@JantaKaReporter) April 15, 2020
এরপর সুরাটের লাস্কানা এলাকায় লকডাউনে আটকে পড়া প্রায় হাজারখানেক পরিযায়ী শ্রমিক বেতন ও বাড়ি ফেরার দাবিতে দোকান ও সবজি ভ্যান ভাঙচুর করে ও আগুন লাগিয়ে তাণ্ডব চালায়।(ফিচার ছবি সৌজন্যে:জনতা কা রিপোর্টার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584