ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এক প্রান্তে সুরাট, আরেক প্রান্তে হায়দ্রাবাদ-একই দিনে দুই শহর সাক্ষী থাকল শ্রমিক বিক্ষোভের, দাবি কিন্তু এক-তাদের বাড়ি পৌঁছে দেওয়া। গোপনপল্লীর গাছিবাওলি এলাকায় এক মাল্টিন্যাশনাল কোম্পানির নির্মাণ সাইটে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।ঐ শ্রমিকরা ওই এলাকায় গত৩-৪মাস ধরে নির্মাণের কাজ করছিল বলে জানা গেছে। তারা ওই মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসের সামনে প্রতিবাদ শুরু করে। এমনকি তারা অফিস এবং সিকিউরিটি ঘরের কাঁচ ভেঙ্গে দেয় বলে অভিযোগ।
বিক্ষোভ বেড়ে গেলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে । একই সঙ্গে পুলিশ ও রেভিনিউ দফতরের কর্মীরা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে।
আরও পড়ুন:বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকেরা আবার সুরাটের রাস্তায়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আটক ৪০
উল্লেখ্য, সরকারের তরফ থেকেও পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান যে ৪০টি বিশেষ ট্রেনে শ্রমিকদের নিজের রাজ্য পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584